সম্প্রতি জুয়ার কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন ম্যাককালাম
সম্প্রতি জুয়ার কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন ম্যাককালাম

আইপিএলের বেটিং কোম্পানির সঙ্গে জড়িয়ে ‘ফেঁসে যাচ্ছেন’ ম্যাককালাম

আইপিএলের বেটিং কোম্পানির সঙ্গে জড়িয়ে বিপাকে পড়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।নিউজিল্যান্ডের অভ্যন্তরে বিজ্ঞাপন বন্ধ হওয়ার পর এবার বিষয়টি ‘খতিয়ে’ দেখার কথা বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, জুয়ার কোম্পানির সঙ্গে চুক্তি করে ম্যাককালাম বোর্ডের দুর্নীতিবিরোধী আইন ভঙ্গ করেছেন কি না, দেখা হচ্ছে। তেমন কিছু ঘটলে ইংল্যান্ড দলের কোচের পদ থেকে সরে যেতে হতে পারে তাঁকে।

সাইপ্রাসে নিবন্ধিত কোম্পানি ২২বেট ইন্ডিয়ার সঙ্গে ম্যাককালামের চুক্তি হয় গত বছরের নভেম্বরে। এর ছয় মাস আগে তিনি ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব নেন। কয়েক সপ্তাহ ধরে ২২বেট ইন্ডিয়ার বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ম্যাককালামকে। এখানে নিজেকে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উল্লেখ করেন। বিজ্ঞাপনটি নিয়ে নিউজিল্যান্ডে আপত্তি উঠলে গুগল কর্তৃপক্ষ দেশটি থেকে ইউটিউবের বিজ্ঞাপনটি সরিয়ে নেয়।

জুয়ার কোম্পানির বিজ্ঞাপনে ম্যাককালাম

বেটিং কোম্পানির সঙ্গে ম্যাককালামের যুক্ত থাকার বিষয়ে আজ এক বিবৃতিতে ইসিবি লিখেছে, ‘বর্তমানে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সাইপ্রাসভিত্তিক বেটিং কোম্পানি ২২বেটের সঙ্গে ব্রেন্ডনের সম্পর্ক নিয়ে তাঁর সঙ্গে আলোচনাও চলছে। গ্যাম্বলিং নিয়ে আমাদের নীতিমালা আছে, সব সময়ই এর অনুসরণ নিশ্চিত করতে চাই আমরা।’

ইসিবির দুর্নীতিবিরোধী নীতিমালায় বলা আছে, বোর্ডের সঙ্গে সম্পর্কিত সবার জন্য বেটিংয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রলুব্ধ করা, প্ররোচিত করা, উৎসাহিত করা বা অন্য কোনো পক্ষকে কোনো ম্যাচ বা প্রতিযোগিতার ফলাফল, অগ্রগতি, আচরণ বা অন্য কোনো দিক সম্পর্কে বাজিতে প্রবেশে সহায়তা করা নিষেধ।

গত সপ্তাহে ইউটিউবে ম্যাককালামের বেটিং কোম্পানির বিজ্ঞাপন নিয়ে নিউজিল্যান্ডের প্রবলেম গ্যাম্বলিং ফাউন্ডেশন (পিজিএফ) দেশটির ডিপার্টমেন্ট অব ইন্টারনাল অ্যাফেয়ার্সের (ডিআইএ) কাছে অভিযোগ জানায়। পিজিএফ যোগাযোগ করে ইসিবির সঙ্গেও। বিজ্ঞাপনে আইপিএলে বেটিংয়ের পক্ষে কথা বলতে দেখা যায় ম্যাককালামকে। ইউটিউব ও ফেসবুকে প্রচারিত বিজ্ঞাপনে ম্যাককালাম বলেন, ‘আইপিএল আসছে। সব ক্রিকেট–ভক্তরা এই বড় ইভেন্টের জন্য রোমাঞ্চিত। আপনার আইপিএল অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলতে আমার ২২বেটের বন্ধুরা প্রস্তুত। ২২বেট ইন্ডিয়া সেরা বাজির নিশ্চয়তা দিচ্ছে।’

জুয়ার কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় বিপদে পড়তে পারেন ম্যাককালাম

ম্যাককালামের এজেন্ট সিমান অতেরি ব্রিটেনের দ্য টাইমসকে বলেন, ‘এ বিষয়ে ইসিবির সঙ্গে আমরা কথা বলছি। এর বেশি কিছু আমি বলব না। এ নিয়ে কাজ চলছে।’
ম্যাককালামের অধীন এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলে ১০টিতে জিতেছে ইংল্যান্ড। ৪১ বছর বয়সী এই কোচ এখন নিউজিল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। আগামী মাসে তাঁর ইংল্যান্ডে ফেরার কথা। ১ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ইংল্যান্ডের গ্রীষ্ম মৌসুমের ক্রিকেট শুরু হবে।