চেন্নাই সুপার কিংসের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়াম
চেন্নাই সুপার কিংসের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়াম

মোস্তাফিজদের মাঠে আইপিএলের ফাইনাল

আইপিএলের আংশিক সূচি গত ২২ ফেব্রুয়ারি প্রকাশ করেছিল ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তখন বলা হয়েছিল, সামনে জাতীয় নির্বাচন থাকায় পুরো মৌসুমের সূচি ঘোষণা করা হয়নি। আজ আইপিএলে এবারের মৌসুমের পুরো সূচি ঘোষণা করেছে বিসিসিআই। ২৬ মে ফাইনাল অনুষ্ঠিত হবে মোস্তাফিজুর রহমানের ফ্র্যাঞ্চাইজি দল চেন্নাই সুপার কিংসের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।

আইপিএলের এবারের মৌসুম শুরু হয়েছে গত শুক্রবার। সেদিন চিদাম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট নিয়ে চেন্নাই-অভিষেক রাঙিয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ৫ দিন আগে এবারের আইপিএল শেষ হবে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

চিদাম্বরম স্টেডিয়ামে এবার আইপিএলে প্রথম ম্যাচে ৪ উইকেট নেন চেন্নাইয়ের পেসার মোস্তাফিজ

বিসিসিআই এর আগে আইপিএলে দুই সপ্তাহের সূচি প্রকাশ করেছিল। আজ ঘোষিত পূর্ণাঙ্গ সূচিতে জানানো হয়েছে, এবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২১ মে আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। পরদিন এলিমিনেটর ম্যাচও এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। ২৪ মে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

ভারতে ছয় সপ্তাহব্যাপী সাধারণ নির্বাচন ১৯ এপ্রিল শুরু হয়ে ৪ জুন এর ফল আশা করা হচ্ছে। নির্বাচনের কারণে আইপিএলের কিছু ফ্র্যাঞ্চাইজি দলকে হোম ভেন্যুও পাল্টাতে হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ৫ দিন আগে এবারের আইপিএল শেষ হবে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিসিসিআইয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মুল্লানপুরে নিজেদের নতুন স্টেডিয়ামে মৌসুম শুরু করা পাঞ্জাব কিংস নিজেদের হোম ভেন্যু ধর্মশালায় সরিয়ে নেবে। রাজস্থান রয়্যালস নিজেদের দ্বিতীয় ভেন্যু হিসেবে গুয়াহাটিকে বেছে নিয়েছে। ঘরের মাঠে নিজেদের শেষ দুটি ম্যাচ তারা সেখানে খেলবে।

দিল্লি ক্যাপিটালস ঘরের মাঠে নিজেদের প্রথম দুটি ম্যাচ খেলবে বিশাখাপট্টনমে। ঘরের মাঠে বাকি ৫টি ম্যাচ তারা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই খেলবে।