বেসিন রিজার্ভে ক্যারিয়ারের ২৬তম টেস্ট সেঞ্চুরি করেছেন কেইন উইলিয়ামসন
বেসিন রিজার্ভে ক্যারিয়ারের ২৬তম টেস্ট সেঞ্চুরি করেছেন কেইন উইলিয়ামসন

উইলিয়ামসনের রেকর্ড, শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় ওয়েলিংটন টেস্ট

দিনের চতুর্থ বলেই রেকর্ডটা করে ফেললেন কেইন উইলিয়ামসন। রস টেলরকে টপকে তিনিই এখন টেস্টে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনে উইলিয়ামসন মূল অবদানটা রেখেছেন এর পরে।

রেকর্ড গড়া ইনিংসটিকে সেঞ্চুরিতে রূপ দিয়ে দ্বিতীয় ইনিংসে দলকে এনে দিয়েছেন ভালো সংগ্রহ, দারুণ সঙ্গ দিয়েছেন টম ব্লান্ডেলও। উইলিয়ামসনের ১৩২ আর ব্লান্ডেলের ৯০ রানের ইনিংস দুটিতে ভর করে ইংল্যান্ডকে ২৫৮ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড।

ওপেনার জ্যাক ক্রলিকে হারিয়ে ইংল্যান্ড চতুর্থ দিন শেষ করেছে ১ উইকেটে ৪৮ রান নিয়ে। জয়ের জন্য শেষ দিনে দরকার আরও ২১০ রান।

প্রথম ইনিংসে ২২৬ রানের লিড পাওয়া ইংল্যান্ড তৃতীয় দিনে নিউজিল্যান্ডকে ফলো অনে পাঠিয়েছিল। সে দিনই ৩ উইকেটে ২০২ রান তুলে ফেলেছিল কিউইরা। আজ চতুর্থ দিনে ২৮১ রান করেছে কিউইরা। উইলিয়ামসন আর ব্লান্ডেল যেভাবে খেলছিলেন, সংগ্রহটা আরও বাড়তে পারত।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট রানের মালিক হওয়ার দিনে সেঞ্চুরিও করেছেন উইলিয়ামসন

আগের দিন ২৫ রানে অপরাজিত থাকা উইলিয়ামসন চতুর্থ দিনের প্রথম ওভারেই স্টুয়ার্ট ব্রডকে চার মেরে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক হয়ে যান। ১১২ টেস্ট খেলে ৭ হাজার ৬৮৩ রান নিয়ে এতদিন শীর্ষে ছিলেন টেলর। উইলিয়ামসন তাঁকে পেরিয়ে গেলেন ৯২তম টেস্টে।

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক পরে রান সংগ্রহে অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার (৭৬৯৬), ইংল্যান্ডের ইয়ান বেল (৭৭২৭) ও মাইক আথারটনকেও (৭৭২৮) টপকে যান।

দিনের শুরুতে উইল ইয়ং আউট হলেও ড্যারিল মিচেলকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন উইলিয়ামসন। ৫৪ বলে ৫৪ রান করে মিচেল স্টুয়ার্ট ব্রডের শিকার হলে জুটি বাঁধেন ব্লান্ডেল।

উইলিয়ামসনের সঙ্গে ১৫৮ রানের জুটি গড়া টম ব্লান্ডেল খেলেন ৯০ রানের ইনিংস

এই জুটিই নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের রান চার শ পার করিয়ে দেয়। ব্লান্ডেল তুলে নেন সিরিজের দ্বিতীয় ফিফটি, উইলিয়ামসন প্রথম সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি করে উইলিয়ামসন যখন হ্যারি ব্রুকের বলে বেন ফোকসের ক্যাচে পরিণত হন, নিউজিল্যান্ডের রান তখন ৪৫৫। তখনো উইকেটে ব্লান্ডেল, ছুটছিলেন সেঞ্চুরির দিকেও। তবে মাইকেল ব্রেসওয়েলের রান আউটে যে ধস শুরু হয়, তাতে ৫ রানের মধ্যেই শেষ ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ ব্যাটসম্যান হিসেবে জ্যাক লিচের শিকার হওয়ার আগে ১৬৬ বলে ৯০ রান করেন ব্লান্ডেল।

৫ রানের মধ্যে নিউজিল্যান্ডের শেষ ৪ উইকেট তুলে নেয় ইংল্যান্ড

ইংল্যান্ডের হয়ে বাঁহাতি স্পিনার লিচ ১৫৭ রানে ৫ উইকেট নেন।

২৫৮ রানের জয়ের লক্ষ্যে নামা ইংল্যান্ডকে উদ্বোধনী জুটিতে ৩৯ রান এনে দেন ক্রলি-বেন ডাকেট। ৩০ বলে ২৪ রান করে ক্রলি টিম সাউদির বলে বোল্ড হলে ওলি রবিনসনকে নিয়ে দিনের বাকিটা সময় কাটিয়ে দেন ডাকেট।