মাহমুদউল্লাহ রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশ দলে কি থাকবেন মাহমুদউল্লাহ ?

মাহমুদউল্লাহ কি টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন? টি–টোয়েন্টিতে তাঁর সাম্প্রতিক যা পারফরম্যান্স, তাতে নিশ্চয়ই বেশির ভাগ মানুষ উত্তরটা ‘না’–ই বলবেন।

তাঁর ব্যালটে নির্বাচকদের ভোটগুলোও আছে আছে–নেই নেই অবস্থায়। তবু শেষ পর্যন্ত যদি মাহমুদউল্লাহ বিশ্বকাপের বিমানে উঠে যান, অবাক হওয়ার কিছু থাকবে না।

থাকবে না এই কারণেই যে এশিয়া কাপের মতো বিশ্বকাপের দলেও মাহমুদউল্লাহকে দেখতে চান স্বয়ং অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসানের ইচ্ছাও নাকি সে রকম। তামিম ইকবাল নেই, মুশফিকুর রহিম নেই। ফর্মহীন মাহমুদউল্লাহকে হয়তো ‘অভিজ্ঞ’ কোটাতেই দলে চাইছেন তাঁরা।

তবু বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহর থাকার সম্ভাবনা এখনো নড়বড়ে অবস্থাতেই আছে, যেটি পুরোপুরি পোক্ত অথবা একেবারেই উপড়ে যেতে পারে আগামী তিন দিনের মধ্যে। ১৪ সেপ্টেম্বর বিসিবি সভাপতি নাজমুল হাসানের টেবিলে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল এবং পাঁচ স্ট্যান্ডবাই ক্রিকেটারের তালিকা পাঠাবে মিনহাজুল আবেদীনের নির্বাচক কমিটি। এর আগে এই তিন দিনের যে সম্ভাব্য ঘটনাপ্রবাহ আঁচ করা যাচ্ছে, তার অন্যতম মাহমুদউল্লাহর ব্যাপারে বাংলাদেশ দলের নবনিযুক্ত টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের মতামত জানা। ছুটি শেষে কালই ঢাকায় ফিরেছেন তিনি।

ব্যাটিংয়ে চারেও খেলানো হতে পারে লিটনকে

চোট কাটিয়ে লিটন দাস, নুরুল হাসান ও ইয়াসির আলী ‘অটোমেটিক চয়েজ’ হিসেবে দলে ফেরার অপেক্ষায়। সম্পূরক তথ্য, লিটনকে নাকি চার নম্বরে খেলানোর চিন্তাভাবনাও আছে টিম ম্যানেজমেন্টের। এ রকম হিসাব–নিকাশের মধ্যে শুধু অভিজ্ঞতার জোরে মাহমুদউল্লাহ দলে থেকে যাবেন কি না বা থাকলেও কেমন হবে তাঁর ভূমিকা, এসব প্রশ্ন তো আসেই। এর উত্তর খুঁজতে শ্রীরাম প্রয়োজনে মাহমুদউল্লাহর সঙ্গেও আলোচনা করতে পারেন বলে গুঞ্জন। আলোচনার প্রতিপাদ্য হতে পারে টি–টোয়েন্টিতে মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের ধরন।

এশিয়া কাপের ঠিক আগে বিসিবির নাটকীয় সিদ্ধান্তে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হয়েছেন শ্রীরাম। চুক্তিটা আপাতত এই টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত হলেও সাবেক ভারতীয় ক্রিকেটার এরই মধ্যে বিসিবি কর্তাদের মুগ্ধ করতে শুরু করেছেন বলে খবর। সেটিও সামান্য কিছু মৌলিক কাজ করেই। ‘ও তো এসেই ক্রিকেটারদের কার কী ভূমিকা, সেটি ধরে ধরে বুঝিয়ে দিয়েছে। রাসেল ডমিঙ্গোকে দিয়ে যেটা আমরা এত দিনেও করাতে পারিনি’— কথাগুলো কাল বলছিলেন বিসিবিরই এক কর্মকর্তা।

জাতীয় দলের অন্যান্য কোচ ও অফিশিয়ালদের সঙ্গে শ্রীরাম

তবে এশিয়া কাপে তো শ্রীরাম সবাইকে দেখার সুযোগ পাননি। তাঁকে সেই সুযোগ দিতেই ৩০ ক্রিকেটারকে নিয়ে আজ সকাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প। অনুশীলনের মধ্যেই আজ কোনো একসময় শ্রীরামের সঙ্গে আলোচনায় বসবেন ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস, তিন নির্বাচক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। আলোচনায় বিসিবির চাহিদা যেমন জানবেন শ্রীরাম, জানাবেন তিনি কেমন দল চান, সেটাও।

তিন দিনের ক্যাম্পে অনুশীলনটা হবে মূলত ম্যাচ পরিস্থিতিতে। তাতে মাহমুদউল্লাহ, এনামুল হক, মোহাম্মদ নাঈমদের পাশাপাশি শ্রীরামের চোখ থাকবে লেগ স্পিনার রিশাদ হোসেন, আমিনুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডলের মতো হাই পারফরম্যান্স দল এবং বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটারদের দিকেও। গত কয়েকটি সিরিজের পারফরম্যানস এবং ক্রিকেটারদের টি–টোয়েন্টি সামর্থ্যের ওপর ভিত্তি করে আসন্ন নিউজিল্যান্ড সফর ও টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচকদের খেলোয়াড় তালিকাটা মোটামুটি ঠিক করাই আছে। সেখানে সবচেয়ে বড় ‘ফিরে আসা’ নাম হতে পারেন সৌম্য সরকার। তবে তিন দিনের ক্যাম্পে শ্রীরামের চোখ যদি কারও ওপর আটকে যায়, বিশ্বকাপের দলে চমক জাগানিয়া আরও কিছুও যোগ হতে পারে।