টেস্টের জন্য ভালো উইকেট জরুরি মনে করছেন সৌরভ
টেস্টের জন্য ভালো উইকেট জরুরি মনে করছেন সৌরভ

ঘরের মাঠে কেন টার্নিং উইকেট, প্রশ্ন সৌরভের

১৫.৫-৫-৪৫-৬—বিশাখাপট্টনম টেস্টে প্রথম ইনিংসে যশপ্রীত বুমরার বোলিং ফিগার। অথচ মাঠে নামার আগে সব আলোচনা ছিল ভারতের স্পিনারদের নিয়ে। হ্যাঁ, বুমরাও আলোচনায় ছিলেন, তবে সেটা পার্শ্বচরিত্রের জন্য, রবিচন্দ্রন অশ্বিনদের সহায়তার জন্য। এমন চিন্তাভাবনা অমূলকও নয়!

এ সিরিজের আগে সর্বশেষ ২০২১ সালে ভারত সফর করেছিল ইংল্যান্ড। তখন ৪ টেস্টের সিরিজে বুমরাকে খেলানো হয়েছিল ২ ম্যাচে, তিনি বল করেছিলেন মাত্র ৪৮ ওভার। তবে চলতি সিরিজে বুমরা পারফর্ম করে প্রমাণ করে দিয়েছেন, ঘরের মাঠেও তিনি মূল চরিত্রই হতে পারেন। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও বুমরাদের, অর্থাৎ পেসারদের প্রধান চরিত্র করার পক্ষে। এক্সে সাবেক এই অধিনায়ক প্রশ্ন তুলেছেন, কেন ঘরের মাঠে টার্নিং উইকেট তৈরি করতে হবে ভারতকে?

ঘরের মাঠে স্পিন, বাইরে পেস—এ কৌশলেই এগোচ্ছে ভারতের টেস্ট ক্রিকেট। দেশের বাইরে গেলেই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর রীতিমতো দাপট দেখান মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, বুমরারা। আবার ভারতে কোনো দল সফর করতে এলে পেসারদের বেছে বেছে খেলানো হয়। বুমরার ৩৪ টেস্টের ক্যারিয়ারে মাত্র ৬টি টেস্টে দেশের মাটিতে খেলাই যার বড় প্রমাণ। সৌরভ বলছেন, এ কৌশল বদলে ফেলার সময় এসেছে।

এক্সে তিনি লিখেছেন, ‘যখন বুমরা-শামি-সিরাজ-মুকেশকে বল করতে দেখি, ভেবে আশ্চর্য হই যে ভারতে আমাদের কেন টার্নিং উইকেট তৈরি করতে হবে? আমাদের ভালো উইকেটে খেলা উচিত—এ বিশ্বাস ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে।’

সৌরভ এরপর যোগ করেন, ‘অশ্বিন-জাদেজা-কুলদীপদের পর্যাপ্ত সহযোগিতা পেলে তারা (পেসাররা) যেকোনো পিচে ২০ উইকেট নিতে পারবে। ঘরের মাঠে গত ৬-৭ বছরে ব্যাটিংয়ের মান উইকেটের কারণে খারাপ হচ্ছে। ভালো উইকেট জরুরি। ৫ দিন খেলেই ভারত জিতবে।’

বুমরার বলে ছত্রখান ওলি পোপের স্টাম্প

চলতি সিরিজে ৯.৫০ গড়ে এখন পর্যন্ত ১২ উইকেট নিয়েছেন বুমরা। বিশাখাপট্টনম টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৯৬ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৫৩ রানে