আজ শুরু আইপিএল। স্বাভাবিকভাবেই আইপিএল মাঠে গড়ানোর আগে বিশেষজ্ঞরা শীর্ষ চার দল নিয়ে ভবিষ্যদ্বাণী করেন। সেই ভবিষ্যদ্বাণীতে সবার আগে এসেছে দুটো দলের নাম—মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। কারণটাও অজানা নয়, আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে এই দুটি ফ্র্যাঞ্চাইজিই।
স্টিভ স্মিথ, ডেল স্টেইন, টম মুডি, ইরফান পাঠানদের ভবিষ্যদ্বাণী এক জায়গায় করলে চেন্নাইয়ের চেয়ে মুম্বাই বেশি ফেবারিট। প্রথমবার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলতে যাওয়া দলটিকে শীর্ষ চারে রেখেছেন সব আলোচক। চেন্নাইকে শীর্ষ চারে দেখছেন না সানরাইজার্স হায়দরাবাদের সাবেক কোচ মুডি।
এবারের আইপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্য দেবেন স্মিথ। স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে এই তারকা তাঁর শীর্ষ চার দল বেছে নেন। স্মিথের শীর্ষ চার দল মুম্বাই ইন্ডিয়ানস, লক্ষ্ণৌ সুপারজায়ান্টস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি স্টেইন শীর্ষ চার নয়, বেছে নিয়েছেন শীর্ষ তিন দল, ‘অবশ্যই হায়দরাবাদ। আমার মনে হয়, তারা এ বছর ভালো দল গড়েছে। চেন্নাই, মুম্বাই সব সময়ই সেখানে থাকে। আর একটা জায়গা ফাঁকা আছে। আমি নিশ্চিত নই, যেকোনো দল হতে পারে।’
চেন্নাই ও মুম্বাইয়ের হয়ে আইপিএল খেলছেন আম্বাতি রাইডু। গত বছর আইপিএল খেলে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলা এই ক্রিকেটার প্লে–অফের জন্য প্রথমে চেন্নাইয়ের নামটা বেছে নিয়েছেন। এরপর তাঁর পছন্দের তিন দল কলকাতা, বেঙ্গালুরু ও মুম্বাই।
ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান বলেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ানসকে অনেক শক্তিশালী মনে হচ্ছে। অনেক সমস্যা থাকার পরও চেন্নাই সব সময় বিবেচনায় থাকে। লক্ষ্ণৌকেও অনেক শক্তিশালী মনে হচ্ছে।’ ইরফানের চতুর্থ পছন্দের দল কলকাতা।
মুডির পছন্দের তালিকায় নেই চেন্নাই। তিনি তাঁর শীর্ষ চার দল হিসেবে রেখেছেন মুম্বাই, হায়দরাবাদ, লক্ষ্ণৌ ও রাজস্থানকে।