সেঞ্চুরির পর বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক শারিয়ার সাকিব
সেঞ্চুরির পর বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক শারিয়ার সাকিব

সাকিবের সেঞ্চুরিও যথেষ্ট হলো না

ইনিংস হার চোখ রাঙাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র যুব টেস্টে পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক শারিয়ার সাকিবের দারুণ সেঞ্চুরিতে ইনিংস হারের লজ্জা এড়িয়েছেন বাংলাদেশের যুবারা। তবে হার এড়ানো যায়নি, সফরকারী পাকিস্তান জিতেছে ১০ উইকেটে।

প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গতকাল তৃতীয় দিন শেষ করেছিল ৩ উইকেটে ১৬৬ রান তুলে। পাকিস্তানের যুবাদের আবারও ব্যাটিংয়ে নামাতে ৭ উইকেট হাতে রেখে আজ শেষ দিনে আরও ১০৫ রান করতে হতো। শারিয়ার সাকিবের সেঞ্চুরিতে অলআউট হওয়ার আগে ২৯২ রান করে স্বাগতিকেরা। ম্যাচ জিততে ২২ রানের লক্ষ্য পায় পাকিস্তানের দলটি। ৬.৩ ওভারেই লক্ষ্যটা পেরিয়ে টেস্ট জিতে নেয় তারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক শারিয়ার সাকিব আজ দিন শুরু করেছিলেন ৪৭ রানে। দিনের ১১তম ওভারে তাঁকে রেখে ফিরে যান আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান একান্ত শেখ (১০)। বাংলাদেশের দলটির তখন স্কোর ১৮৭/৪। পঞ্চম উইকেটে জাকারিয়া ইসলামকে নিয়ে ৬০ রান যোগ করেন শারিয়ার। বাঁহাতি স্পিনার আলী আসফান্দের প্রথম শিকার জাকারিয়া করেছেন ২৩ রান। শারিয়ার সাকিবও বেশিক্ষণ টেকেননি, আসফান্দের বলে এলবিডব্লু হওয়ার আগে করেছেন ১০৬ রান। যুব টেস্টে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। গত নভেম্বরে মুলতানে পাকিস্তানের বিপক্ষেই ১৩৪ রান করেছিলেন শারিয়ার সাকিব। যুব টেস্টে সেটিই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ।

ম্যাচজয়ী পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল

চারে ব্যাটিং করা শারিয়ার সাকিব ব্যাট করেছেন ঠিক সাড়ে পাঁচ ঘণ্টা, খেলেছেন ২৩৫ বল, মেরেছেন ১৪টি চার। দলকে ২৬২ রানে রেখে শারিয়ার যখন ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন, ইনিংস হার এড়াতে তখনো ৯ রান করতে হতো বাংলাদেশের যুবাদের। লেজের ব্যাটসম্যানরা সেই কাজ সেরেছেন। পাকিস্তানের আসফান্দ পরে আরও ২ উইকেট নিয়েছেন, ৪ উইকেট পেতে ৩৭ ওভারে তিনি খরচ করেছেন ৬৬ রান। ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসে ১৭৪ রানের ইনিংস খেলা শাহজাইব খান।

দুই দল এরপর পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ ৬ মে, চট্টগ্রামেই।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৪৯ ও ১২৫.১ ওভারে ২৯২ (শারিয়ার ১০৬, আশিকুর ৭৯, আদিল ২৬, জাকারিয়া ২৩, মাহফুজুর ১৫; আসফান্দ ৪/৬৬, মিনহাস ৩/৪৯, ইসমাইল ২/৬৭)।পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৪২০ ও ৬.৩ ওভারে ২৩/০ (শাহজাইব ১৯*, আওয়াইস ৪*)।ফল: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১০ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: শাহজাইব খান।