ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন মাহমুদুল হাসান
ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন মাহমুদুল হাসান

বিসিএল: মাহমুদুলের শতকে পূর্বাঞ্চলের জয়, মধ্যাঞ্চলের টানা দ্বিতীয়

মাহমুদুল হাসানের শতকের পর বোলারদের সমন্বিত পারফরম্যান্সে উত্তরাঞ্চলকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছে পূর্বাঞ্চল। বিসিএল ওয়ানডের দ্বিতীয় রাউন্ডে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের ২ নম্বর মাঠে ৪৯.২ ওভারে ২৭৯ রান তুলেছিল পূর্বাঞ্চল, জবাবে ৪০.৫ ওভারে ২১৭ রান তুলতেই গুটিয়ে গেছে উত্তরাঞ্চল।

টসে জিতে পূর্বাঞ্চলকে ব্যাটিংয়ে পাঠায় উত্তরাঞ্চল, তবে বোলাররা ঠিক সুবিধা করতে পারেননি। প্রথম ১০ ওভারে জাকির হাসানের উইকেট হারালেও ৭৫ রান তুলে ফেলে পূর্বাঞ্চল। সে ভিতে দাঁড়িয়ে পূর্বাঞ্চলকে এগিয়ে নেন মাহমুদুল। ৫২ বলে অর্ধশতকের পর মাহমুদুল শতক পূর্ণ করেন ১১৬ বলে। ৪৯তম ওভারে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তাঁর ১২৮ বলে ১১২ রানের ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছক্কা। মাহমুদুল ছাড়া পূর্বাঞ্চলের আর কোনো ব্যাটসম্যান ৩০ রানই পেরোতে পারেননি। যদিও লোয়ার অর্ডারে ইরফান শুক্কুর, নাঈম হাসান ও নাসুম আহমেদ ভালো সঙ্গ দেন তাঁকে।

রান তাড়ায় খালেদ আহমেদের করা প্রথম ওভারেই ২ উইকেট হারায় উত্তরাঞ্চল। গত ম্যাচে শতক করা আবদুল্লাহ আল মামুন ও প্রিতম কুমার অবশ্য সেখান থেকে দাঁড়িয়ে যোগ করেন ৯৮ বলে ৯১ রান। কিন্ত দুজনই থামেন ৫০-এর আগে, এরপর সুবিধা করতে পারেনি উত্তরাঞ্চলও। পঞ্চম উইকেটে আকবর আলী ও তাইবুর রহমান ৪৮ রান তুললেও নিয়মিত উইকেট হারিয়ে ৫৫ বল বাকি থাকতেই গুটিয়ে যায় তারা। রেজাউর রহমান ৪৪ রানে নেন ৩ উইকেট; ২টি করে নেন খালেদ, নাসুম আহমেদ ও নাঈম হাসান।

মধ্যাঞ্চলের জয়ে ম্যাচসেরা মাহিদুল ইসলাম

দিনের অন্য ম্যাচে নাজমুল ইসলাম ও শুভাগত হোমের ঘূর্ণির পর মাহিদুল ইসলামের অপরাজিত ৭৪ রানের ইনিংসে টানা দ্বিতীয় জয় পেয়েছে মধ্যাঞ্চল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচে দক্ষিণাঞ্চলকে ১৬৩ রানেই আটকে দেয় মধ্যাঞ্চল। এরপর রান তাড়ায় ১১২ রানে ৬ উইকেট হারালেও মাহিদুলের সঙ্গে আবু হায়দারের সপ্তম উইকেটে ৪৮ বলে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে শেষ ওভারে গিয়ে জয় পায় তারা।

টসে জিতে ফিল্ডিং নেয় মধ্যাঞ্চল, দ্বিতীয় ওভারেই আসেন বাঁহাতি স্পিনার নাজমুল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেরা খেলোয়াড় আশিকুর রহমানকে এলবিডব্লু করে প্রথম ব্রেকথ্রু এনে দেন তিনিই। প্রথম ১০ ওভারে ২২ রান তুলতে মোহাম্মদ মিঠুনের উইকেট হারিয়ে চাপে পড়া দক্ষিণাঞ্চল মাঝের ওভারগুলোতে পথ হারায় আরও।

৩০তম ওভারে ৭৭ রান তুলতেই সপ্তম উইকেট পড়ে। এরপরও যে তারা ৪৮.২ ওভার খেলে ১৬৩ রান তুলেছে, সেটি মূলত নয়ে নামা সোহাগ গাজীর ৫৪ বলে ৫৭ রানের ইনিংসে। যেটিতে সোহাগ ৮টি চারের সঙ্গে মারেন ১টি ছক্কা। শেষ ৩ উইকেট জুটিতে ওয়াসি সিদ্দিকী, কামরুল ইসলাম ও মুকিদুল ইসলামকে নিয়ে সোহাগ যোগ করেন আরও ৮৬ রান।

সোহাগ গাজী

রান তাড়ায় ১২ রানের মধ্যে দুই নাঈম—মোহাম্মদ ও ইসলামকে হারিয়ে চাপে পড়েছিল মধ্যাঞ্চলও। তবে চারে নামা মাহিদুলকে টলাতে পারেনি দক্ষিণাঞ্চল। অধিনায়ক সাইফ হাসানের সঙ্গে তৃতীয় উইকেটে ৪৬ রানের পর লোয়ার অর্ডারে মাহফুজুর রহমান (৪৪) ও আবু হায়দারের সঙ্গে তাঁর জুটিই (৫৫) নিশ্চিত করে মধ্যাঞ্চলের জয়।