খবরটা নতুন নয়। বিশ্বকাপের কথা মাথায় রেখে নিউজিল্যান্ড সিরিজে মূল ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে বিকল্প ভাবনায় থাকা ক্রিকেটারদের। শেষ পর্যন্ত তা-ই হলো। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের যে দলটা ঘোষণা করা হলো, সে দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। দলে ফিরেছেন চোট থেকে ফেরা তামিম ইকবাল। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা মাহমুদউল্লাহও আছেন দলে। আছেন সৌম্য সরকার, নুরুল হাসানও। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা খালেদ আহমেদ, জাকির হাসান ও রিশাদ হোসেনকে দলে রাখা হয়েছে।
আসল চমক অবশ্য দলে না থাকা ক্রিকেটারদের তালিকায়। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামকে এই দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম, শামীম হোসেন ও আফিফ হোসেন। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের সর্বশেষ সিরিজে যে আরও এক দফা পরীক্ষা নিরীক্ষা হবে, সেটা নিশ্চিত করে বলাই যায়।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও সেটাই বললেন। মূল ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার পাশাপাশি নির্বাচকদের বিকল্প ভাবনায় থাকা ক্রিকেটারদের সুযোগ দেওয়ার আদর্শ উপলক্ষ এই নিউজিল্যান্ড সিরিজ, ‘বিশ্বকাপ লম্বা একটা টুর্নামেন্ট। এখানে আমাদের ক্রিকেটারদের মানসিক ও শারীরিক বিশ্রামের প্রয়োজন আছে। এই বিবেচনা থেকেই কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। বড় টুর্নামেন্টের আগে অন্যদের দেখারও সুযোগ এটি।’
খালেদ, জাকির ও রিশাদকে সুযোগ দেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন মিনহাজুল, ‘দলে অভিজ্ঞতার সঙ্গে কয়েকজন তরুণ ক্রিকেটারকেও রাখা হয়েছে। জাকির, খালেদ ও রিশাদ এখনো ওয়ানডে খেলেনি। তবে জাকির আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলার খুব কাছেই ছিল। কিন্তু চোটের কারণে হয়নি। খালেদ লিস্ট এ ক্রিকেটে ভালো করেছে, আর রিশাদ বোলিং আক্রমণে ভিন্ন মাত্রা যোগ করবে।’
এই সিরিজে বিশ্বকাপের জন্য বিকল্প পেসারের খোঁজ করবেন নির্বাচকেরা। খালেদকে সুযোগ দেওয়া সে কারণেই, ‘ইবাদত তো নেই। আমাদের একজন ব্যাকআপ পেসার লাগবে। আমরা তাকে আমাদের নম্বর সিক্স বোলার হিসেবে দেখছি।’ তামিমের দলে ফেরাও নির্বাচকদের জন্য স্বস্তির খবর। মিনহাজুল জানালেন, ‘চোটের কারণে তাকে আমরা এশিয়া কাপে পাইনি। বিশ্বকাপের দলে রাখতে হলে তার ফিটনেস তো দেখতে হবে। কী অবস্থায় আছে, আমরা কিছুই জানি না। আশা করি এই সিরিজে দেখতে পারব।’
প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ।