বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের হারাটা উচিত হয়নি, মনে করেন নবী
বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের হারাটা উচিত হয়নি, মনে করেন নবী

বাংলাদেশের কাছে আফগানিস্তানের হারা উচিত হয়নি, মনে করেন নবী

পাকিস্তানের বিপক্ষে এমন ঐতিহাসিক জয়ের পর মোহাম্মদ নবীর এই আক্ষেপ হতেই পারে। বিশ্বকাপে আফগানিস্তানের দুটি জয়ই যে দুর্দান্ত। এ দুটিকে অঘটন বলতেও যে বাধছে অনেকের। প্রথমে ইংল্যান্ড, এরপর কাল পাকিস্তান—দুটিতেই আফগানদের জয় এসেছে অনেকটাই অনায়াসেই। ইংল্যান্ডকে ৬৯ রানে, পাকিস্তানকে ৮ উইকেটে। ‘অঘটন’ বলার সুযোগ কোথায়!

নবীর আক্ষেপটা একটা ম্যাচ নিয়েই। সেটি বাংলাদেশের বিপক্ষে। আফগানিস্তানের প্রথম ম্যাচ, বাংলাদেশেরও। ধর্মশালার সেই ম্যাচে আগে ব্যাটিং করে মোটামুটি ভালো একটা শুরুর পরেও আফগান ব্যাটসম্যানরা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। ১৫৬ রানে গুটিয়ে গিয়ে ম্যাচটা হেরেছিল ৬ উইকেটে। কাল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের প্রথম জয়টি তুলে নিয়ে নবীর খুব করেই মনে হলো বাংলাদেশের ম্যাচটির কথা। ম্যাচের পর সম্প্রচারক চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় সেই আক্ষেপের কথা আফগানিস্তানের অভিজ্ঞতম এই ক্রিকেটার জানালেন অকপটেই, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আমাদের হারা মোটেও উচিত হয়নি।’

ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে হেরেছিল আফগানিস্তান

নবীর হয়তো এমনটা মনে হচ্ছে বোধগম্য কারণেই। আফগানিস্তানকে হারানোর পর বিশ্বকাপে বাংলাদেশ পরের তিনটি ম্যাচেই হেরেছে বড় ব্যবধানে। ইংল্যান্ডের সঙ্গে তো ধর্মশালাতেই হেরেছে ১৩৭ রানে, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে, ভারতের বিপক্ষে ৭ উইকেটে—তিনটি ম্যাচেই একপেশে হার। এই দলের সঙ্গে উড়ে যাওয়াটা তাই নবীর মনে আক্ষেপ তৈরি করতেই পারে।

পাকিস্তানের বিপক্ষে জয় আফগানিস্তানের জন্য বিরাট অর্জনই মনে করেন নবী, ‘আফগানিস্তানের জন্য এটি বিশাল এক মুহূর্ত। বিরাট অর্জন। আমরা পাকিস্তানের বিপক্ষে আটটি ম্যাচ খেলে এই প্রথম জিতলাম। বিশ্বকাপে ইংল্যান্ডকেও হারালাম। দল এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। পাকিস্তানের সঙ্গে এর আগে কয়েকটি ম্যাচ আমরা জিততে জিততে হেরে গেছি। তাই এবার জিতে খুব ভালো লাগছে।’