তামিম ইকবাল ও বিসিবি সভাপতি নাজমুল হাসান
তামিম ইকবাল ও বিসিবি সভাপতি নাজমুল হাসান

তামিমের উত্তরের অপেক্ষায় নাজমুল হাসান

আজ সকাল থেকেই তামিম ইকবালের অবসর নিয়ে বাংলাদেশের ক্রিকেটে তোলপাড়। রাতের দিকে তামিমের অবসরের খবরে নতুন মাত্রা যোগ হয়। তামিমের অবসরের বিষয় নিয়ে ঢাকার একটি হোটেলে জরুরি সভা ডাকে বিসিবি। সেখানে বিসিবির পরিচালকদের সঙ্গে বৈঠকে বসেন নাজমুল হাসান।

বৈঠক শেষে বিসিবি প্রধান এক সংবাদ সম্মেলনে তামিমকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। নাজমুল হাসানের কথা অনুযায়ী, বিসিবির কাছে এখনো বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিমই। তবে তামিম কোনো কারণে যদি অধিনায়কত্ব না করেন, তাহলে দল পরিচালনা করবেন লিটন দাস।

বোর্ড প্রধানের বক্তব্য ছিল এমন, ‘আমাদের কাছে ওয়ানডে অধিনায়ক তামিম। এখন অবধি এটাই আছে। কোনো কারণে তামিম না খেললে ভাইস ক্যাপ্টেন খেলা পরিচালনা করবে। আছে লিটন দাস।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে, আমরা চাচ্ছি তামিম সিদ্ধান্ত বদলে ফিরে আসুক। সে তো আমাদের কাছে পদত্যাগ করেনি!’

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল

বোর্ড সভাপতি সকাল থেকেই তামিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। তামিমের বড় ভাই জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবালের মাধ্যমেও যোগাযোগের চেষ্টা করেছেন বোর্ড সভাপতি। তাঁর মুখেই শুনুন সে কথা, ‘সকাল থেকে তামিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ হয়নি। তখন আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই, ওর সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি, তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব, কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটারের এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বোর্ড প্রধান এখনো সেই খুদে বার্তার উত্তরের অপেক্ষায় আছেন, ‘আমি যেহেতু মেসেজ দিয়েছি, আমাকে অপেক্ষা করতেই হবে। দেখতে হবে তার কাছ থেকে কোনো উত্তর আসে কি না। আশা করব এটার একটা সমাধান পাওয়া যাবে। একটা সিরিজ চলছে, সে অধিনায়ক, শুধু প্লেয়ার নয়; একজন অধিনায়ক হঠাৎ করে বলল, আমি অবসর নিলাম, এটা ভালো দেখায় না। আমি মনে করি এটা ঠিক না।’

তামিম নাকি বোর্ড প্রধানের কাছে তাঁর ভবিষ্যৎ ভাবনার কথাও জানিয়েছিলেন। পাকিস্তানে অনুষ্ঠেয় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছে ছিল তামিমের। তাই হুট করেই তামিমের এই সিদ্ধান্ত অবাক করেছে নাজমুল হাসানকে, ‘আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ব্যক্তিগতভাবে ওর সঙ্গে কয়েকবার কথা বলেছি ভবিষ্যৎ নিয়ে। সে বলেছে পরের চ্যাম্পিয়নস ট্রফি অবধি খেলবে। এরপর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি বিশ্বকাপে সে-ই ক্যাপ্টেন। বিশ্বকাপটা যেহেতু সামনে, ক্যাপ্টেনসি বদল নিয়ে কোনো কথা হয়নি। এ ধরনের প্লেয়ারদের কাছ থেকে যে অবাক হই, এটা আমাদের জন্য দুঃখজনক।’