দল চলে যাওয়ার দুই দিন পর আয়ারল্যান্ডের ভিসা পেয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। ভিসা হাতে পাওয়ার পর সম্ভাব্য প্রথম ফ্লাইটেই ডাবলিনের উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর। আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল। বিলম্বে দলের সঙ্গে যোগ দেওয়ায় আমিরের প্রথম ম্যাচ খেলার সম্ভাবনা ক্ষীণ।
আমির পাকিস্তান দলের অন্যদের সঙ্গে গত মাসেই আয়ারল্যান্ডের ভিসা পেতে আবেদন করেন। তবে খেলোয়াড়, কোচিং স্টাফসহ দলের সবার ভিসা হলেও আমির পাননি। এরই মধ্যে মঙ্গলবার আমিরকে দেশে রেখে আয়ারল্যান্ডে রওনা দেয় পাকিস্তান দল।
ক্রিকেটপাকিস্তান জানিয়েছে, আজ বৃহস্পতিবার আয়ারল্যান্ডের ভিসা পেয়েছেন আমির। তাঁর ভিসা আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। পরে আইরিশ দূতাবাসে ভিসার জন্য আবারও কাগজপত্র জমা দেন আমির।
৩২ বছর বয়সী আমির ২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে যুক্তরাজ্যে থিতু হয়েছিলেন। চলতি বছর নাকভি পিসিবি চেয়ারম্যান হওয়ার পর আবারও জাতীয় দলে ফেরানো হয় তাঁকে। আমির ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলার পর জায়গা করে নেন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলেও।
আয়ারল্যান্ডে তিনটি টি–টোয়েন্টি খেলে ইংল্যান্ডে যাবে পাকিস্তান দল। সেখানে ৪টি টি–টোয়েন্টি খেলার পর দলটি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে রওনা দেবে। পিসিবি জানিয়ে রেখেছে, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের দলে থাকা ১৮ জনের মধ্য থেকেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল চূড়ান্ত করা হবে।
আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচ সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ১০, ১২ ও ১৪ মে।