ক্রিকেটারদের মিলনমেলায় ঢালিউডের ‘কিং খান’

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে আজ সোনারগাঁও হোটেলের বলরুমে বসেছিল ক্রিকেটারদের মিলনমেলা। তবে এই মিলনমেলা কেবল বর্তমান-সাবেক ক্রিকেটারদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ঢালিউডের ‘কিং খান’খ্যাত শাকিব খানের উপস্থিতি ড্রাফটে অন্য মাত্রা যোগ করেছিল। বিপিএল ড্রাফটের সেই আলো-ঝলমলে অনুষ্ঠানের নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
মাইক্রোফোনের বুমের এই স্তূপই বলে দিচ্ছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট নিয়ে আগ্রহ কতটা তুঙ্গে ছিল
দুই ভুবনের দুই বাসিন্দা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ঢালিউড তারকা শাকিব খান। বিপিএল আজ একমঞ্চে মিলিয়ে দিয়েছে তাঁদের
প্লেয়ার্স ড্রাফটের সংবাদ সংগ্রহে আজ সোনারগাঁও হোটেলের বলরুমে উপচে পড়া ভিড় ছিল সাংবাদিকদের
প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে হয়তো গুরুত্বপূর্ণ কোনো আলাপ সারছিলেন মুশফিকুর রহিম। তখন ধরা পড়লেন ক্যামেরার ফ্রেমে
প্লেয়ার্স ড্রাফটে অতীত-বর্তমান মেলবন্ধন। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের (বাঁ থেকে দ্বিতীয়) সঙ্গে সাবেক তিন ক্রিকেটার স্পিনার এনামুল হক জুনিয়র (বাঁয়ে), ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল (ডান থেকে দ্বিতীয়) এবং পেসার তালহা জুবায়ের (ডানে)
মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে চিত্রনায়ক শাকিব খান। ১১তম বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনেছে শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারলান
বিপিএল প্লেয়ার্স ড্রাফটে আড্ডার ফাঁকে ক্যামেরায় তাকিয়ে পোজ দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন
চিটাগং কিংসের টেবিলে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটকে। বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি
শাকিব খান নিশ্চয়ই মজার কিছু বলেছেন মেহেদী হাসান মিরাজকে। বাংলাদেশ অলরাউন্ডারের হাসিটা অন্তত তেমন কিছুই বলছে