ওয়ানডে সিরিজের ফল আগেই নির্ধারণ হয়ে গেছে। সেই হিসাবে জোহানেসবার্গে গতকাল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ছিল নিয়মরক্ষার। কিন্তু এই নিয়মরক্ষার ম্যাচেই দেখা গেল দুটো অন্য রকম ঘটনা।
খেলা দেখতে আসা এক তরুণীর স্টেডিয়ামের হাসপাতালে সন্তানের জন্মদান ও অন্য এক তরুণীকে এক তরুণের বিয়ের প্রস্তাব—কালকের ম্যাচে এমন দুটি চমকপ্রদ ঘটনা ঘটেছে। ম্যাচ চলাকালীন বিয়ের প্রস্তাব ক্রিকেট মাঠেও প্রায়ই দেখা যায়। তবে একই ম্যাচে এমন দুই ঘটনা এর আগে হয়েছে কি না, সেটা গবেষণার বিষয়।
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার ক্রীড়া উপস্থাপক সোলি জোন্দো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, রাবেং পরিবারের এক নারী স্টেডিয়ামের মেডিকেল টিমের সহায়তায় একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
জায়ান্ট স্ক্রিনে সেই দম্পতিকে অভিনন্দন জানানো হয়, ‘পুত্রসন্তানের জন্ম দেওয়ার জন্য মি. রাবেং ও মিসেস রাবেংকে অভিনন্দন।’ সোলি জোন্দোর বরাতে এ খবর জানিয়েছে অনেক সংবাদমাধ্যম।
এ ঘটনার পরই মাঠে এক তরুণীকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন এক তরুণ। সেই প্রস্তাব গ্রহণ করতেও দেখা যায় সেই তরুণীকে। দক্ষিণ আফ্রিকার ছেলেদের জাতীয় ক্রিকেট দলের পেজ থেকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেওয়ার ছবিও শেয়ার করা হয়েছে। নতুন সম্পর্কের জন্য অভিনন্দনও জানানো হয়েছে তাদের, ‘বাগ্দান সেরে ফেলার জন্য দুর্দান্ত এই দম্পতিকে অভিনন্দন। বিবাহজীবন টিকে থাকুক।’
এমন উৎসবমুখর পিংক ডে ওয়ানডেতে অবশ্য ম্যাচের ফল প্রোটিয়া–সমর্থকদের পক্ষে যায়নি। বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান তুলেছিল ৯ উইকেটে ৩০৮ রান। তাড়া করতে নেমে ৪২ ওভারে ২৭২ রানে গুটিয়ে ৩৬ রানে হারে প্রোটিয়ারা। সিরিজের আগেই দুই ম্যাচেও হেরেছিল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে ঘরের মাঠে প্রোটিয়াদের এটি প্রথম ধবলধোলাই।