ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম রোববার ঢাকায় আসছেন। বিসিবির এক সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের কোচিং স্টাফে নতুন সদস্য হতে পারেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। সে জন্যই শ্রীরামের ঢাকায় আসা।
বাংলাদেশ দলের কোচিং স্টাফে অদলবদলের সম্ভাবনার খবরটি এখন পুরোনো। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে না-ও দেখা যেতে পারে বাংলাদেশ দলের সঙ্গে। ডমিঙ্গোর পরিবর্তে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হতে একেবারে নতুন কাউকে।
এই আলোচনায় ছিল ব্যাটিং কোচ জেমি সিডন্সের নামও। তবে সিডন্সের আগ্রহ নাকি অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করা। জাতীয় দলের সামনে যে ব্যস্ত সূচি, তাতে এই মুহূর্তে কোনো সংস্করণেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে চান না তিনি।
সিডন্স দায়িত্ব নেন আর না নেন, এশিয়া কাপে ডমিঙ্গোর না থাকাটা একরকম নিশ্চিতই মনে হচ্ছে। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে সভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসানও দিয়েছেন সে রকম আভাস, ‘টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী নই। এটা নিয়ে কী করা যায়, ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এশিয়া কাপ থেকেই দলের মানসিকতা, চিন্তাভাবনা—সবকিছু বদলে ফেলতে চাইছি। আমরা দেখতে চাই, নতুন করে শুরু করা যায় কি না।’
নতুন শুরুর প্রথম পদক্ষেপ হয়তো কোচিং স্টাফে শ্রীরামের সংযুক্তি। অস্ট্রেলিয়া প্রবাসী এই স্পিন বোলিং অলরাউন্ডার ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৮টি ওয়ানডে খেলেছেন। অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের কোচ ছিলেন শ্রীরাম।