বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। আজ ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে আফগানিস্তানের করা ৭ উইকেটে ১৬০ রানের পেছনে ছুটতে গিয়ে বাংলাদেশ অলআউট হয়েছে ৯ উইকেটে ৯৮ রানে। ৬২ রানের বিরাট ব্যবধানে ম্যাচটি জিতেছে মোহাম্মদ নবীর দল।
রান তাড়ায় আফগান পেসারদের সামনে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। বাঁহাতি পেসার ফজল হক ফারুকি একাই নিয়েছেন তিন উইকেট।
আরেক বাঁহাতি পেসার ফরিদ আহমেদ নিয়েছেন দুটি। এক উইকেট নিয়েছেন নাভিন উল হকও। এতে দীর্ঘ হয়নি বাংলাদেশ দলের ইনিংস। সর্বোচ্চ ২৯ রান এসেছে ৩৩ বল খেলা মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে।
ছন্দটা অবশ্য বোলিংয়ের সময়ই হারিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বোলিং আফগানদের ১৬ ওভার পর্যন্ত নাগালেই রেখেছিল। এ সময় আফগানদের রান ছিল ৪ উইকেটে ১১২। সেখান থেকে শেষ ৪ ওভারে ৪৮ রান যোগ করেছে আফগানিস্তান।
সেটিও আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর সৌজন্যে। তিনি ১৭ বল খেলে ১টি চার ও ৫টি ছক্কায় ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
এতেই আফগানিস্তানের রান ২০ ওভার শেষে দাঁড়ায় ৭ উইকেটে ১৬০ রান। তাসকিন সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন, হাসান নিয়েছেন ২টি।
বাংলাদেশ দল তাদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ১৯ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাচটি ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই অনুষ্ঠিত হবে।