অবশেষে ব্যাট হাতে রান পেলেন সাকিব আল হাসান। গ্লোবাল টি-টোয়েন্টিতে কাল সারে জাগুয়ার্সের বিপক্ষে ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলেন বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক। বল হাতেও নিয়েছেন ২৪ রানে ১ উইকেট। তাতে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে সাকিবের হাতে।
ব্রাম্পটনে ১৮ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে সারে জাগুয়ার্স করেছিল ১০৮ রান। যা ৩ বল বাকি থাকতে টপকে যায় বাংলা টাইগার্স। বল হাতে পেসার শরীফুল ইসলামও ২৪ রানে ১ উইকেট নিয়েছেন।
গতকালের ম্যাচের আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এ মৌসুমে এখন পর্যন্ত ৫ ইনিংস ব্যাটিং করেন সাকিব। যেখানে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ২৪, গত ৩০ জুলাই টরন্টোর বিপক্ষে করেছিলেন।
বাকি ৪ ইনিংসের একটিতেও ৫ রানও করতে পারেননি। প্রায় প্রতি ম্যাচেই নিজের ব্যাটিং অর্ডার নিয়েও করেছেন পরীক্ষা-নিরীক্ষা। কাল নেমেছিলেন ৪ নম্বরে। বল হাতেও নিজের পুরোনো ছন্দে ধীরে ধীরে ফিরে পাচ্ছেন সাকিব। এই টুর্নামেন্টে ৫ ম্যাচে উইকেট পেয়েছেন ৭টি।
শরীফুলও বল হাতে দারুণ করছেন। বাংলাদেশের এই পেসার প্রথম দুই ম্যাচ মিলিয়ে ৮ ওভার বোলিং করে দিয়েছিলেন ২৮ রান। নিজের তৃতীয় ম্যাচে টরন্টো ন্যাশনালসের বিপক্ষে কিছুটা খরচে ছিলেন। ৪ ওভারে দিয়েছিলেন ৩১ রান। এরপর সারে জাগুয়ার্সের বিপক্ষে ৪ ওভারে ১১ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। ব্রাম্পটনের বিপক্ষে আগের ম্যাচে ৩ ওভারে ২৫ রান দিয়ে কোনো উইকেট না পেলেও কাল সারে জাগুয়ার্সের বিপক্ষে আবার দারুণ বোলিং করেছেন।
৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে বাংলা টাইগার্স।