ভিন্ন মঞ্চ, ভিন্ন সংস্করণ। তবু টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ঘুরেফিরে আসল সেই আলোচনা। গত মার্চে প্রোটিয়াদের বিপক্ষে তাঁদের মাটিতেই ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
সেই ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার পেসারদের বিপক্ষে দাপট দেখান বাংলাদেশের ব্যাটসম্যানরা। কাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। তবে জয় পেতে দলের পেস আক্রমণের ওপরই ভরসা রাখছে দক্ষিণ আফ্রিকা। আজ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পেসার লুঙ্গি এনগিডি।
লুঙ্গি এনগিডি মনে করেন, বাংলাদেশকে হারাতে সবচেয়ে সহায়ক হতে পারে দলের পেস আক্রমণ, ‘আমরা নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবছি। বিশ্বকাপে যে কয়টা ম্যাচ দেখেছি, পেসাররাই বেশি সফল ছিল। আমরাও নিজেদের শক্তির জায়গা ধরেই সামনে এগিয়ে যাব। বাংলাদেশের কথা বললে অবশ্যই আমরা নিজেদের শক্তির জায়গা দিয়েই আক্রমণ করব, সেটি হলো পেস। তারা কীভাবে সামাল দেয়, তা আগামীকাল দেখব।’
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ছোট দলগুলোর পারফরম্যান্স সবাইকে চমকে দিচ্ছে। গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। সুপার টুয়েলভেও চমক দেখাচ্ছে অপেক্ষাকৃত কম শক্তির দলগুলো।
গ্রুপ ওয়ানে আজ ইংল্যান্ডকে হারায় আয়ারল্যান্ড। একে তো ছোট দলগুলোর এমন পারফরম্যান্স, সঙ্গে বৃষ্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচ ভেসে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার জন্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচের গুরুত্ব অনেক বেশি। কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই বলে মানছেন এনগিডি, ‘এই টুর্নামেন্টে কোনো দলকে হালকা করে দেখার সুযোগ নেই। বাংলাদেশ তো আমাদের দেশে গিয়ে আমাদের হারিয়েছে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে। তাই আমাদের বিপক্ষে তাদের অতীত রেকর্ড মাথায় রেখেই আমরা কালকের ম্যাচ খেলব। দেখা যাক, কী হয়।’
গত দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে আগ্রাসী ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসানের ৬৪ বলে ৭৭ রানের ইনিংসে মোমেন্টাম পেয়ে গিয়েছিল বাংলাদেশ। সিরিজে যে দুইটি ম্যাচ বাংলাদেশ জয় পায়, সেই দুই ম্যাচেই টপ অর্ডাররা জ্বলে উঠেছিল। সিরিজের শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের মাত্র ১৫৪ রানে অলআউট করে দিয়ে প্রায় ২৪ ওভার ও ৯ উইকেট হাতে রেখেই ম্যাচ জেতে বাংলাদেশ।
এনগিডি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের টপ অর্ডারকে দ্রুতই ফেরাতে চান, ‘শেষবার যখন বাংলাদেশের বিপক্ষে খেলেছি, ওদের টপ অর্ডার বেশ আগ্রাসী ছিল। আমরা বিষয়টা মাথায় রেখেছি। ওদের টপ অর্ডার আমাদের লক্ষ্য থাকবে। টপ অর্ডারকে দ্রুত ফেরানোর মাধ্যমে ব্যাটিংয়ের মাথা ছেঁটে ফেলার চেষ্টা করব। বাংলাদেশকে যত কমে সম্ভব আটকানোর চেষ্টা করব।’
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) কাল বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে সুপার টুয়েলভের এই ম্যাচ।