মেলবোর্ন পঞ্চম সেঞ্চুরি করেছেন স্টিভ স্মিথ
মেলবোর্ন পঞ্চম সেঞ্চুরি করেছেন স্টিভ স্মিথ

স্মিথের রেকর্ড সেঞ্চুরিতে মেলবোর্নে অস্ট্রেলিয়ার ৪৭৪

কখনো দেখেছেন, ব্যাটসম্যান চেয়ে চেয়ে দেখছেন কীভাবে বোল্ড হচ্ছেন?

কেউ যত বাজে ব্যাটিংই করুক, নিজের বোল্ড হওয়ার দৃশ্য দেখাটা বিরল। বল ব্যাট মিস করে গেলে টের পাওয়া যায়, পরে ভিডিও রিপ্লেতেও দেখা যায়। কিন্তু বোল্ড যখন হচ্ছেন, তখন ব্যাটসম্যানের জন্য সেটা দেখার ‘সুযোগ’ বলতে গেলে মিলেই না।

আজ মেলবোর্নে সেই বিদঘুটে সুযোগটিই মিলেছে স্টিভেন স্মিথের। আকাশ দীপের বলে উইকেট ছেড়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন এই অস্ট্রেলিয়ান। বল তাঁর ব্যাটে লেগে পায়ের নিচের অংশে আঘাত হানে। সেখান থেকে এক, দুই, তিন ড্রপে স্টাম্পে! কোথাকার বল কোথায় যাচ্ছে, কীভাবে যাচ্ছে —চেয়ে চেয়ে দেখতেই বোল্ড স্মিথ।

ভারতের জন্য এই অদ্ভুত আউটই অবশ্য ব্যাপক আনন্দের। নইলে যে আউটই করা যাচ্ছিল না স্মিথকে। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে স্মিথের দুর্দান্ত ব্যাটিংয়েই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস সাড়ে চার শ ছাড়িয়েছে। ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরি করা স্মিথ ওই অদ্ভুত আউটের আগে করেছেন ১৪০ রান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছে ৪৭৪।

ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ

ম্যাচের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৬ উইকেটে ৩১১, স্মিথ অপরাজিত ছিলেন ৬৮ রানে। আজ বাকি চার উইকেটে আরও যে ১৬৩ রান যোগ হয়েছে, তার প্রায় অর্ধেকই (৭২) স্মিথের। ডানহাতি এ ব্যাটসম্যানের আজকের সেঞ্চুরিটি তাঁর ক্যারিয়ারের ৩৪তম, মেলবোর্নে পঞ্চম, ভারতের বিপক্ষে ১১তম আর অস্ট্রেলিয়ার মাটিতে ১৮তম।

এর মধ্যে ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরিতে গড়েছেন দেশটির বিপক্ষে সবচেয়ে বেশি তিন অঙ্কের ইনিংসের রেকর্ড। এত দিন ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছিল ইংল্যান্ডের জো রুটের—৫৩ ইনিংসে ১০টি। স্মিথ ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের পর এবার আরেকটি সেঞ্চুরি করে রুটকে ছাড়িয়ে গেছেন ৪৩ ইনিংসেই।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে স্মিথের সেঞ্চুরির পর দ্বিতীয় সর্বোচ্চ অবদান মারনাস লাবুশেনের ৭২। গতকাল প্রথম দিনে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছিলেন স্যাম কনস্টাস (৬০) ও উসমান খাজাও (৫৭)। আজ ফিফটির কাছাকাছি গিয়েছেন প্যাট কামিন্স। তবে সম্ভাবনা জাগিয়েও অস্ট্রেলিয়া অধিনায়ককে থামতে হয়েছে ৪৯ রানে জাদেজার বলে ক্যাচ দিয়ে।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১২২.৪ ওভারে ৪৭৪ (স্মিথ ১৪০, লাবুশেন ৭২, কনস্টাস ৬০, খাজা ৫৭, কামিন্স ৪৯, ক্যারি ৩১; বুমরা ৪/৯৯, জাদেজা ৩/৭৮, আকাশ ২/৯৪)।