এবারই কি শেষ মহেন্দ্র সিং ধোনির?
এবারই কি শেষ মহেন্দ্র সিং ধোনির?

‘নাটকপ্রিয়’ ধোনি আরও বছর দুয়েক খেলবেন, আশা হাসির

কদিন পরই ৪৩ পূর্ণ করতে চলা মহেন্দ্র সিং ধোনিকে আরও বছর দুয়েক খেলে যেতে বলছেন মাইকেল হাসি। তবে এ ব্যাপারে ধোনি তেমন কিছু বলেননি বলেও জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ।

সর্বশেষ আইপিএলের ফাইনালের পর পুরস্কার বিতরণীতে অন্যতম আগ্রহের বিষয় ছিল এটি—ধোনি তাঁর ভবিষ্যৎ নিয়ে কী ঘোষণা দেন। তবে গুজরাট টাইটানসকে হারিয়ে শিরোপা জেতার পর ধোনি বলেছিলেন, আরও একটা মৌসুম খেলতে চান তিনি। সেটি হবে ‘চেন্নাই সমর্থকদের প্রতি তাঁর উপহার’

এবারের মৌসুমে আবার আসছে প্রশ্নটি, এবারই কি তাহলে শেষ ধোনির? যে মাঠেই হোক না কেন, ধোনি ব্যাটিংয়ে নামলে দর্শকদের উল্লাস ছাপিয়ে যাচ্ছে সবকিছুকে। ৪২ পেরোনো ধোনিকে শেষবারের মতো খেলতে দেখা যাচ্ছে কি না, স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে এমন ব্যাপারও কাজ করছে।

পরের বছর ধোনিকে আর দেখা যাবে কি না, ইএসপিএনের ‘অ্যারাউন্ড দ্য উইকেট শো’ নামের এক অনুষ্ঠানে এমন প্রশ্নের জবাবে হাসি বলেন, ‘আমি আসলে এখন শুধু আপনাদের মতোই অনুমান করতে পারি। সে এসব ব্যাপারে একেবারেই খোলাখুলি নয়। আমরা আশা করছি, সে খেলা চালিয়ে যাবে।’

এ মৌসুমে ধোনি নামছেন ইনিংসের শেষের দিকেই

কেন এমন মনে করছেন, সেটি একসময় ধোনির অধিনায়কত্বে খেলা হাসি ব্যাখ্যা করেছেন এভাবে, ‘সে এখনো দারুণ ব্যাটিং করছে। সে ভালোভাবে প্রস্তুতি নেয়, ক্যাম্পে অনেক আগে যায়, অনেক বল খেলে। পুরো মৌসুমেই আসলে ছন্দে আছে। আমাদের শুধু তার শারীরিক ব্যাপারটিতে খেয়াল রাখতে হয়। গত মৌসুমের পর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। ফলে টুর্নামেন্টের প্রাথমিক পর্যায় থেকেই সেটির দিকে খেয়াল রাখতে হচ্ছে তার।’

২০২০ সালে এক ইনস্টাগ্রাম পোস্টে নাটকীয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ধোনি। হাসি বলছেন, আইপিএল থেকে অবসরের ব্যাপারেও ধোনি নাটকীয় কোনো উপায় বেছে নিতে পারেন, ‘ব্যক্তিগত দিক থেকে আমি আশা করব, সে আরও দুই বছর খেলুক। তবে আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এ সিদ্ধান্তটা সে-ই নেবে। আর সে একটু নাটক করতেও পছন্দ করে। ফলে দ্রুতই কোনো সিদ্ধান্ত আশা করছি না।’

চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি (সবার বাঁয়ে)

এ মৌসুমে অধিনায়কত্বটাও নাকি নাটকীয়ভাবেই ছেড়েছেন ধোনি। সে ঘটনা মনে করে হাসি বলেছেন, ‘এমএস (ধোনি) আসলে এমন ঘোষণা দিয়েছিল, সে টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কদের সভায় যাবে না। আমরা ভাবলাম, কী না কী হলো আবার। তবে সে বলেছিল, তখন থেকেই রুতুরাজই (গায়কোয়াড়) অধিনায়ক। ফলে শুরুতে একটু ধাক্কাই খেয়েছিলাম। তবে ব্যাপারটি বেশ ভালোভাবেই সামাল দেওয়া গেছে।’

গায়কোয়াড়কে পরবর্তী অধিনায়ক হিসেবে কয়েক বছর ধরেই তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন হাসি। তাঁর অধিনায়কত্বে এবার এখন পর্যন্ত সাতটি জয়ে পয়েন্ট তালিকার তিনে আছে চেন্নাই। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জিতলে প্লে-অফ নিশ্চিত হবে তাঁদের।

এ মৌসুমে ধোনি অবশ্য ব্যাটিংয়ে সে অর্থে লম্বা ইনিংস খেলেননি। তবে প্রভাব রাখছেন ঠিকই। ২২৬.৬৬ স্ট্রাইক রেটে করেছেন ১৩৬ রান। হাসি বলছেন, অস্ত্রোপচারের ধকল সামলাতেই ধোনির ওয়ার্কলোডের দিকে নজর দিতে হচ্ছে।