প্লে–অফে ওঠার লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে আছে ফরচুন বরিশাল
প্লে–অফে ওঠার লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে আছে ফরচুন বরিশাল

শেষ চারের আনুষ্ঠানিকতার অপেক্ষা বরিশালের

বিপিএলের চট্টগ্রাম পর্বেই রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। রংপুর ও কুমিল্লার পর চট্টগ্রামও প্লে-অফ নিশ্চিত করে ফেলায় বলা যায় শেষ চার নিশ্চিত ফরচুন বরিশালেরও। প্লে-অফের আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের লিগ পর্বের শেষ দুটি ম্যাচ তাই শুধুই আনুষ্ঠানিকতার। রংপুরকে টপকে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা পয়েন্ট তালিকার ১ নম্বরে যেতে পারে কি না, এ নিয়েই যা কৌতূহল।

আপাতত বিপিএলের পয়েন্ট তালিকার চারে তামিমের দল বরিশাল। দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও বরিশাল মুখোমুখি হবে। তামিমের দলের নেট রানরেট এখন ০.৪৩৪। ফলে এ ম্যাচে বেশ নিরাপদ অবস্থানে থেকেই নামবে তারা। ম্যাচটি কম ব্যবধানে হারলেও ১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করবে দলটি। আর জিতলে চট্টগ্রামকে টপকে তিনে থেকে লিগ শেষ করবে তারা। যদিও পরের পর্বে তার কোনো প্রভাব থাকবে না।

রংপুর রাইডার্সকে টপকে কুমিল্লা ভিক্টোরিয়ানস কি পারবে শীর্ষে থেকে প্লে–অফে যেতে?

চতুর্থ অবস্থান নিয়ে বরিশালের খাতা-কলমে লড়াইটা খুলনা টাইগার্সের সঙ্গে। নিজেদের প্রথম ৪টি ম্যাচ জিতলেও সর্বশেষ ৭ ম্যাচের ৬টিই হেরে নিজেদের একেবারে খাদের কিনারে আবিষ্কার করেছে এনামুল হকের দল। চট্টগ্রামে শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে হেরেই কার্যত বিদায় নিশ্চিত হয়েছে তাদের। আজ রাতে প্রথম পর্বের শেষ ম্যাচে তারা খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। বরিশাল যদি হারে, এরপরও সিলেটকে হারালেও সেটি যথেষ্ট না হওয়ার সম্ভাবনাই প্রবল খুলনার জন্য। ১১ ম্যাচে তাদের এখন ১০ পয়েন্ট। তবে বড় বাধা-০.৪০০ রানরেটই।

অন্যদিকে এবারের বিপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফের পর কোয়ালিফায়ারও নিশ্চিত করে ফেলেছে রংপুর। টানা জিততে থাকা রংপুরকেই হারিয়ে কোয়ালিফায়ারে ওঠা নিশ্চিত করেছে কুমিল্লাও। নিজেদের সর্বশেষ ম্যাচে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম। আজ তেমন বড় অঘটন না ঘটলে এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ হিসেবে বরিশাল একরকম নিশ্চিতই বলা যায়। প্রথম ম্যাচ জিতে দারুণ শুরু করলেও টানা হারের রেকর্ড গড়ে দুর্দান্ত ঢাকা আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে। গতবারের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্সের সম্ভাবনাও ছিল শুধু খাতা-কলমে। সে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারেননি নাজমুল-জাকিররা।

এদিকে বিপিএলের প্লে-অফ পর্বের সূচিতে বদল আনা হয়েছে। আগের সূচিতে ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ, ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। কিন্তু পরিবর্তিত সূচি অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ হবে ২৬ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি থাকবে রিজার্ভ ডে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ২৮ ফেব্রুয়ারি, ২৯ ফেব্রুয়ারি এই ম্যাচের রিজার্ভ ডে। তবে আগের সূচি অনুযায়ীই টুর্নামেন্টের ফাইনাল হবে ১ মার্চ। ফাইনালেও থাকবে রিজার্ভ ডে।