ড্রেসিংরুমে ফেরার মিছিলে নেমেছিলেন ভারতের ব্যাটসম্যানরা
ড্রেসিংরুমে ফেরার মিছিলে নেমেছিলেন ভারতের ব্যাটসম্যানরা

৩৬ পার হয়ে ৪৬ করেও বিব্রতকর অভিজ্ঞতা ভারতের

খোঁচাটা দিয়েছেন মাইকেল ভন। বেঙ্গালুরু টেস্টে ভারত আজ নিজেদের প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। লিখেছেন, ‘ভারতের সমর্থকেরা ইতিবাচক চোখে দেখ...তোমরা অন্তত ৩৬ পার হয়েছ।’ হ্যাঁ, ভারত টেস্টে তাদের সর্বনিম্ন স্কোর পার হলেও রেকর্ড বই ঠিকই ওলট-পালট হয়েছে। আসুন জেনে নিই—

বেঙ্গালুরুতে আজ ভারতের ৫ ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। টেস্টে এর আগে তিনবার ভারতের ৫ ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। এক ইনিংসে সর্বোচ্চ ৬বার শূন্য রানে আউট হয়েছেন ভারতের ব্যাটসম্যানেরা। ২০১৪ সালে ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এবং এ বছর কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে।

এশিয়ায় সর্বনিম্ন

ভারতের প্রথম ৭ ব্যাটসম্যানের মধ্যে শূন্য রানে আউট হয়েছেন ৪ জন। টেস্টে ভারতের ইনিংসে সর্বশেষ এমন নজির দেখা গিয়েছে ২০১৪ সালে ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে। প্রথম ১৯৫২ সালে হেডিংলিতে ইংলিশদের বিপক্ষেই।

তৃতীয় সর্বনিম্ন

৫/১৫

১৩.২ ওভার বোলিং করে ২টি মেডেনসহ ৫ উইকেট নেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। টেস্টে নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ইনিংসে ৫ উইকেট নেওয়ার তালিকায় এটাই সবচেয়ে মিতব্যয়ী বোলিং।

১০
ভারতের ইনিংসে সবগুলো উইকেটই নিয়েছেন নিউজিল্যান্ডের তিন পেসার। সর্বশেষ ২০১২ সালে সফরকারী দলের পেসাররা ভারতের এক ইনিংসে সবগুলো উইকেটই নিয়েছিলেন। কোন দল? নিউজিল্যান্ড। ভেন্যু? বেঙ্গালুরু!
২৬

টেস্ট ক্যারিয়ারে ২৬তম ম্যাচে এসে শততম উইকেটের মাইলফলকের দেখা পেলেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। ম্যাচের হিসাবে নিউজিল্যান্ডের হয়ে টেস্টে দ্রুততম ১০০ উইকেট শিকারির তালিকায় হেনরি যৌথভাবে দ্বিতীয়। নিল ওয়াগনারও ১০০তম উইকেট নিয়েছেন তাঁর ২৬তম টেস্টে। ২৫ টেস্টে শততম উইকেট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি।

৩৪/৬

ভারত ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে আজ মধ্যাহ্ন বিরতিতে গেছে। কোনো ইনিংসে ৬ উইকেট হারানোর পথে এটা ভারতের ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। এই তালিকায় শীর্ষে ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্ট। সে ম্যাচে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হওয়ার পথে ১৯ রানে ৬ উইকেট হারিয়েছিল ভারত।

ঘরের মাঠে টেস্টে কোনো ইনিংসে ৬ উইকেট হারানোর পথে এটি ভারতের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ১৯৬৯ সালে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই হায়দরাবাদ টেস্টে ২৭ রানে ৬ উইকেট হারিয়েছিল ভারত।