ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টানা দুই ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সোয়াল
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টানা দুই ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সোয়াল

আইসিসির ফেব্রুয়ারির সেরা জয়সোয়াল

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন যশস্বী জয়সোয়াল। নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাতুম নিশাঙ্কাকে টপকে সেরা হয়েছেন ভারতের এই তরুণ বাঁহাতি ব্যাটসম্যান।

ফেব্রুয়ারিতে সেরা নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতের ইশা ওজা ও কাভিশা এগোদাগেকে টপকে তিনি এ পুরস্কার জিতেছেন। ফেব্রুয়ারিতে ৪ ম্যাচে ২২৯ রান করার পাশাপাশি সাদারল্যান্ড নেন ৭টি উইকেট।

আইসিসির বিবৃতিতে জয়সোয়ালকে নিয়ে বলা হয়েছে, ‘এরই মধ্যে বিশ্বের অন্যতম সেরা একজন টেস্ট ওপেনার হয়ে উঠতে পারেন তিনি, সংখ্যাই সেটি প্রমাণ করে।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে জয়সোয়ালই এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। ৯ ম্যাচে ৬৮.৫৩ গড়ে তিনি করেছেন ১০২৮ রান। এর মধ্যে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুটি টেস্টে ডাবল সেঞ্চুরিও করেছেন। সব মিলিয়ে ফেব্রুয়ারিতে ৩ টেস্টে ১১২ গড়ে তিনি করেন ৫৬০ রান, মারেন ২০টি ছক্কা।

দারুণ ফর্মে আছেন জয়সোয়াল

বিশাখাপট্টনমে প্রথম ইনিংসে ২১৯ রানের পর রাজকোটে দ্বিতীয় ইনিংসে জয়সোয়াল খেলেন অপরাজিত ২১৪ রানের ইনিংস। হায়দরাবাদে প্রথম টেস্টে হেরে পিছিয়ে পড়া ভারতের ঘুরে দাঁড়ানোয় তিনি বড় অবদান রাখেন। রাজকোটের ডাবল সেঞ্চুরির পথে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ১২টি ছক্কার রেকর্ডও ছুঁয়ে ফেলেন। ২২ বছর ৪৯ দিন বয়সেই টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি হয়ে যায় জয়সোয়ালের। বয়সের হিসাবে এমন কীর্তিতে তাঁর ওপরে শুধু ডন ব্র্যাডম্যান ও বিনোদ কাম্বলি।

পুরস্কার পেয়েছেন জানার পর নিজের প্রতিক্রিয়ায় জয়সোয়াল বলেন, ‘আইসিসির পুরস্কার পেয়ে আমি সত্যিই অনেক খুশি। আশা করি ভবিষ্যতে আরও পাব। এটা আমার অন্যতম সেরা (সিরিজ) এবং আমার প্রথম পাঁচ ম্যাচের সিরিজও।’

নিজের পারফরম্যান্স নিয়ে জয়সোয়াল বলেছেন, ‘সত্যিই উপভোগ করেছি। যেভাবে আমি খেলেছি, যেভাবে সিরিজটি গেছে এবং আমরা সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছি। আমার সতীর্থদের সঙ্গে দারুণ এক অভিজ্ঞতা ছিল এবং আমি সত্যিই উপভোগ করেছি।’

দুটি ডাবল সেঞ্চুরির মধ্যে কোনটি প্রিয়, জয়সোয়াল জানিয়েছেন সেটিও, ‘রাজকোটে ডাবল সেঞ্চুরি উদ্‌যাপনের সময় আমার মনে হয় অনেক উপভোগ করেছি।’

ফেব্রুয়ারির দারুণ ফর্মটা মার্চেও টেনে এনেছেন জয়সোয়াল। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। সব মিলিয়ে ৫ ম্যাচ সিরিজে জয়সোয়াল ৭১২ রান করেছেন ৮৯ গড়ে। সিরিজে আর কোনো ব্যাটসম্যান ৫০০ রানও করতে পারেননি।