ইহসানউল্লাহ জানাত
ইহসানউল্লাহ জানাত

দুর্নীতির দায়ে ৫ বছর নিষিদ্ধ আফগানিস্তানের ইহসানউল্লাহ

দুর্নীতির দায়ে আফগানিস্তানের ব্যাটসম্যান ইহসানউল্লাহ জানাতকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আজ এই সিদ্ধান্ত জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবেই কার্যকর হবে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় মৌসুমে এসিবি ও আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গ করেছেন ২৬ বছর বয়সী ইহসানউল্লাহ।

এসিবি এক বিবৃতিতে জানায়, ‘ইহসানউল্লাহ জানাত দুর্নীতিবিরোধী নীতিমালার ২.১.১ ধারা ভঙ্গ করেছে, যে ধারায় ম্যাচের ফলাফলে অবৈধ প্রভাব রাখার চেষ্টা করার কথা বলা আছে। ক্রিকেট–সংশ্লিষ্ট কাজে তাঁকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাঁর বিপক্ষে ওঠা অভিযোগ ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জানাত।’

বিবৃতিতে আরও জানানো হয়েছে, এসিবির দুর্নীতিবিরোধী ইউনিট আরও তিন খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত করেছে। প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ইহসানউল্লাহ কাবুল প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে ৪ ইনিংসে করেছেন ৭২ রান, স্ট্রাইক রেট ছিল ১৫০। তাঁদের দল ৬ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ১টিতে। ছিল পয়েন্ট তালিকার তলানিতে।

আফগানিস্তানের হয়ে তিন সংস্করণে ২০টি ম্যাচ খেলেছেন ইহসানউল্লাহ। ২০১৭ সালে হারারাতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া ইহসানউল্লাহ ওয়ানডে খেলেছেন ১৬টি, রান করেছেন ৩০৭। টেস্ট খেলেছেন ৩টি, টি-টোয়েন্টি খেলেছেন ১টি। ২০২২ সালের জুনের পর আফগানিস্তানের হয়ে আর খেলেননি তিনি।

ইহসানউল্লাহ এমনিতে ক্রিকেট পরিবারেরই সদস্য। তাঁর ভাই নওরজ মঙ্গল ২০০৯ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক ছিলেন।