রেকর্ড হয়ই ভাঙার জন্য—খেলার জগতের একটি আপ্তবাক্য এটা। ফুটবল, ক্রিকেট, টেনিস...যে খেলার কথাই বলুন, রেকর্ড ভাঙা-গড়া চলতেই থাকে। নতুন বছরে যেমন সুযোগ আছে ক্রিকেটের সাতটি রেকর্ড ভেঙে যাওয়ার। একনজরে দেখে আসা যাক সেই সাতটি রেকর্ড—
১. আইপিএলে সবচেয়ে বেশি শিরোপা
ভারতের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলে এখন সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডটি যৌথভাবে মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের। দুই দলই জিতেছে ছয়টি করে শিরোপা। এবার এ দুটি দলের কোনোটি যদি আইপিএল জিততে পারে, রেকর্ড বইয়ের পাতাটি লেখা হবে নতুন করে।
২. সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস ট্রফি
অনেক নাটকের পর এবারের চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া টুর্নামেন্টটিতে হতে পারে নতুন এক রেকর্ড। টুর্নামেন্টটি এখন পর্যন্ত দুবার করে জিতেছে ভারত ও অস্ট্রেলিয়া। এবার এই দুই দলের কেউ শিরোপা জিতলে এককভাবে সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের রেকর্ড গড়বে।
৩. বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের ফাইনালে এরই মধ্যে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতকে সিডনি টেস্টে হারাতে পারলে লর্ডসের ফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। সিডনি টেস্ট ড্র হলেও ফাইনালে খেলার সুযোগ থাকবে তাদের। ফাইনালে খেলতে হলে তখন শ্রীলঙ্কায় দুই টেস্ট সিরিজের একটিতে অন্তত ড্র করতে হবে। অস্ট্রেলিয়া যদি ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়, তাহলে নতুন রেকর্ড গড়বে তারা। হয়ে যাবে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখা দল।
৪. খেলোয়াড় হিসেবে আইপিএলে সবচেয়ে বেশি শিরোপা
চেন্নাই সুপার কিংস ২০২৫ সালের আইপিএলের শিরোপা জিতলে হয়ে যাবে টুর্নামেন্টটি সবচেয়ে বেশি জেতা দল। একই সঙ্গে রেকর্ড গড়বে দলটির সিনিয়র ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিও। যৌথভাবে সবচেয়ে বেশিবার আইপিএল জেতা খেলোয়াড় হয়ে যাবেন তিনি, নাম লেখাবেন রোহিত শর্মার পাশে।
৫. সর্বকনিষ্ঠ
আইপিএলের মেগা নিলামে এবার বৈভব সূর্যবংশীকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। নিলামে বিক্রি হয়েই একটি রেকর্ড গড়েছেন তিনি, হয়ে গেছেন আইপিএলের নিলামে বিক্রি হওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার। তাঁকে যদি একটি ম্যাচও খেলায় রাজস্থান, বৈভব হবেন এই টুর্নামেন্টে খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড়।
৬. বয়োজ্যেষ্ঠ
বৈভব যেমন আইপিএলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়বনে, মহেন্দ্র সিং ধোনির সামনেও একটি রেকর্ডের হাতছানি। ৪৩ বছর বয়সী ধোনি চেন্নাইয়ের হয়ে কোনো ম্যাচে মাঠে নামলেই হয়ে যাবেন আইপিএলের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার।
৭. জো রুটের প্রথমের হাতছানি
ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১৩ হাজার রানের মাইলফলক ছোঁয়ার হাতছানি জো রুটের সামনে। সেটা তিনি নতুন বছরে নিজের প্রথম টেস্টেই। এ মুহূর্তে ১৫২ টেস্টে ২৭৮ ইনিংস খেলে ৫০.৮৭ গড়ে তাঁর রান ১২৯৭২! আর যে ২৮ রানই দরকার রুটের।