আগামী বছর টি–টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়েও ভাবছে বাংলাদেশ
আগামী বছর টি–টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়েও ভাবছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও ভাবছেন নির্বাচকরা

এ বছরটা ওয়ানডে বিশ্বকাপের। কিন্তু বাংলাদেশ দলের নির্বাচকরা শুধু ওয়ানডে বিশ্বকাপ নিয়েই ভাবছেন না। তাঁদের ভাবতে হচ্ছে আগামী বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। সেপ্টেম্বরে চীনের হ্যাংঝুতে এশিয়ান গেমসে বাংলাদেশের যে দলটা পাঠানো হবে, সে দলটা সাজানো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে। এশিয়ান গেমসে খেলাটা টি-টোয়েন্টি সংস্করণে হবে বলেই নির্বাচকদের এই ভাবনা।

নির্বাচক হাবিবুল বাশার আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এসব কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাবিবুল বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আমরা সর্বশেষ বিশ্বকাপ থেকেই দলটাকে একটা ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করছি। বর্তমান ও ভবিষ্যতের ক্রিকেটারদের সুযোগ দেওয়ার চেষ্টা করছি। পরের বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টি দলটা তৈরি হচ্ছে। সম্প্রতি টি-টোয়েন্টিতে আমাদের ফর্ম কিন্তু বেশ ভালো। গত ইংল্যান্ড সিরিজ থেকে আমরা কিছু ফল পাওয়া শুরু করেছি। শুধু ভবিষ্যতের ব্যাপার নয়। আমরা যাদের নিয়েছি (এশিয়ান গেমসের দলে), তারা কিন্তু বর্তমানেও ভালো খেলছে।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার

এবারের এশিয়ান গেমসে দল সাজানোর ক্ষেত্রে কোনো বয়সের বাধা নেই। কিন্তু নির্বাচকরা অনূর্ধ্ব-২৩ পর্যায়ের ক্রিকেটারদের নিয়েই দল সাজানোর পরিকল্পনা করছেন, ‘এশিয়ান গেমসে এখন আর বয়সের বাধা নেই, উঠিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা সেখানেই থাকার চেষ্টা করছি। তুলনামূলক তরুণ ক্রিকেটার নিয়েই দল করার চেষ্টা করেছি। ইমার্জিং দলেও আপনারা দেখেছেন, হয়তো কিছু ক্রিকেটার ছিল অভিজ্ঞ। তবে তাদের কারোরই বয়স খুব বেশি নয়, দু-একজন ছাড়া। এশিয়ান গেমসও আমরা সেভাবে করার চেষ্টা করেছি।’

তরুণরাই বাংলাদেশকে সোনা এনে দেবে, এমন আশা হাবিবুলের, ‘আমাদের যারা খেলে আসছে, আমাদের ভবিষ্যৎ, বর্তমানে ভালো করছে—এমন ক্রিকেটারদের নিয়েই দলটা গড়া হয়েছে। কারণ, মাথায় তো একটা বিষয় ছিলোই যে এশিয়ান গেমসে ভালো করতে চাই। এর আগে আমরা গোল্ড জিতেছিলাম। সেটার পুনরাবৃত্তি করতে পারলে খুব ভালো লাগবে।’

সাইফ হাসান

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করেছেন সাইফ হাসান। এশিয়ান গেমসেও সাইফ হতে পারেন বাংলাদেশ দলের অধিনায়ক। হাবিবুলের ভাষায়, ‘সবশেষ ইমার্জিংয়ে সাইফ হাসান অধিনায়ক ছিলেন। এখনো আমরা (এশিয়ান গেমসের অধিনায়ক) ঠিক করিনি। তবে তার সম্ভাবনা বেশি। সাইফ হাসান ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটার আছে, যাদের অধিনায়কত্ব দেওয়া যেতে পারে। সেটা আমরা ঠিক করিনি।’