পাকিস্তানের এবারের বিশ্বকাপটা এ রকম হতাশায়ই কেটেছে
পাকিস্তানের এবারের বিশ্বকাপটা এ রকম হতাশায়ই কেটেছে

‘পাকিস্তান আশির দশকের ক্রিকেট খেলেছে’

শিরোপা জয়ের ফেবারিট হিসেবেই বিশ্বকাপে পা রেখেছিল পাকিস্তান দল। কিন্তু ভারতের মাটিতে পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শেষ করল প্রথম পর্বেই, ৯ ম্যাচের মধ্যে মাত্র ৪টি জিতে। নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে ৯৩ রানের বড় ব্যবধানে।

গতকাল পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড আগে ব্যাট করে তোলে ৩৩৮ রান। সেমিফাইনালে যেতে হলে এই রান পাকিস্তানকে টপকে যেতে হতো ৬.৪ ওভারে। যেটি কখনোই সম্ভব নয়, তাই এ ম্যাচে পাকিস্তানের সমর্থকদের আশা ছিল, বাবর আজমরা ম্যাচটি অন্তত জিতুক।

এবারের বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটিং মন ভরাতে পারেনি রমিজ রাজার

বাবর-রিজওয়ানরা সেটাও করতে পারেননি। এমনকি পারেননি তারা ন্যূনতম লড়াই করতেও। এটা পাকিস্তানিদের হতাশ করেছে সবচেয়ে বেশি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান এবং এই বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা রমিজ রাজা জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

স্টার স্পোর্টসে রমিজ রাজা পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন এভাবে, ‘এমনকি আজ (গতকাল) পাকিস্তানের ব্যাটিং পারফরম্যান্স ছিল অনেকটাই আশির দশকের মতো। পাকিস্তান দল এ চিন্তা করতেই পারে না যে তারা বড় দলকে হারাবে, যারা তাদের চেয়ে আক্রমণাত্মক মনোভাব, ভাবনা আর কৌশলে এগিয়ে।’
রমিজ এরপর যোগ করেন, ‘এই দলের এখন মানসিক দিক থেকে জেগে ওঠা দরকার।’ অতীত ভুলে পাকিস্তানকে এখন সামনের দিকে এগোনোর পরামর্শ দিয়েছেন রমিজ, ‘আগামী বিশ্বকাপে এই দলের নিউক্লিয়াসটাই থাকবে। শাহিন আফ্রিদি আর বাবর আজম এখনো তরুণ।’

শাদাব খান ও বাবর আজম

পাকিস্তানের বোলিং পারফরম্যান্স আর স্পিনের বিরুদ্ধে ব্যাটসম্যানদের দুর্বলতা নিয়ে যারপরনাই হতাশ রমিজ। বোলিং নিয়ে রমিজ বলেছেন, ‘সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে, বোলিং পারফরম্যান্সে ঘাটতি। স্পিন বিভাগকে সবচেয়ে নাজুক মনে হয়েছে। ব্যাটসম্যানদের স্পিন বল খেলার সামর্থ্যও প্রশ্নের জন্ম দিয়েছে। উপমহাদেশের কোনো দলের স্পিন খেলায় এমন দুর্বলতা আমার কাছে নতুন মনে হয়েছে। পাকিস্তান দলকে স্পিনের বিরুদ্ধে এতটা বাজে আমি আশা করিনি...যখনই আক্রমণাত্মক হওয়ার দরকার ছিল, পাকিস্তান ব্যর্থ হয়েছে।’