দ্বিতীয় বোলার হিসেবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন যশপ্রীত বুমরা
দ্বিতীয় বোলার হিসেবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন যশপ্রীত বুমরা

আইপিএল: ওয়াংখেড়েতে বুমরার ‘৫০’, এক মাঠে সবচেয়ে বেশি উইকেট কার

এবারের আইপিএলে ব্যাটসম্যানদের তাণ্ডবে বোলাররা দিশাহারা হয়ে পড়লেও ব্যতিক্রম যশপ্রীত বমুরা। মুম্বাই ইন্ডিয়ানসের এই ভারতীয় ফাস্ট বোলার ১৭ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় আছেন শীর্ষে। টুর্নামেন্টে কমপক্ষে ১০ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যে তাঁর ইকোনমি রেটই সবচেয়ে কম; ৬.২৫।

মুম্বাই ভালো করতে না পারলেও বুমরা তাঁর কাজটা ঠিকই করে চলেছেন। গত রাতে তো নতুন এক কীর্তিও গড়ে ফেলেছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাইয়ের হারের ম্যাচে ৩ উইকেট নিয়েছেন বুমরা। এর মধ্যে দিয়ে আইপিএলে দ্বিতীয় বোলার হিসেবে ওয়াংখেড়েতে ৫০ উইকেটের মাইলফলকের দেখা পেলেন ভারতের এই পেসার।

৩০ বছর বয়সী বুমরা কাল কলকাতার রমনদীপ সিং, মিচেল স্টার্ক ও ভেঙ্কটেশ আইয়ারকে আউট করেছেন। ইনিংসের ১৮তম আর নিজের তৃতীয় ওভারের শেষ বলে স্টার্ককে বোল্ড করে ওয়াংখেড়েতে ৫০ উইকেট পূরণ করেন।

মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে এর আগে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কার সাবেক এই পেসার বর্তমানে মুম্বাইয়ের বোলিং কোচের দায়িত্বে আছেন। আইপিএল ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত মুম্বাইয়ের হয়ে খেলা মালিঙ্গা ওয়াংখেড়েতে মোট ৬৮ উইকেট পেয়েছেন, যা এই মাঠে সবচেয়ে বেশি। বুমরা কাল মালিঙ্গাকে সাক্ষী রেখেই নতুন কীর্তি গড়েছেন।

তবে আইপিএলে এক ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডে মালিঙ্গা আছেন ২ নম্বরে। এ তালিকায় শীর্ষে কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারাইন। কলকাতার ‘ঘর’ ইডেন গার্ডেনে নারাইন এখন পর্যন্ত ৬৯ উইকেট নিয়েছেন। রহস্যময় স্পিনে এখনো ব্যাটসম্যানদের তটস্থ করে রাখা নারাইন সংখ্যাটিকে যে আরও বাড়িয়ে নেবেন, তা নিশ্চিত করে বলাই যায়।

আইপিএলে এক মাঠে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় নারিন, মালিঙ্গার পর আছেন অমিত মিশ্র। ৪১ বছর বয়সী এই লেগ স্পিনার এবারের মৌসুমে খেলছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে। তবে আইপিএলের ক্যারিয়ারের বেশির ভাগ সময় তাঁর কেটেছে দিল্লি ক্যাপিটালসে। দিল্লির মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে মিশ্রর উইকেট ৫৮টি।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৫২ উইকেট নিয়ে মিশ্রর পরেই আছেন আরেক লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ৩৩ বছর বয়সী চাহাল ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে রাজস্থান রয়্যালসে নাম লিখিয়েছেন।

কাল স্টার্ককে বোল্ড করে ওয়াংখেড়েতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করা বুমরা পরে ভেঙ্কটেশকেও আউট করেছেন। ৫১ উইকেট নিয়ে তিনি এক মাঠে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় বর্তমানে আছেন পাঁচে।

শীর্ষ দশের শেষ পাঁচজন হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, ডোয়াইন ব্রাভো ও পীযূষ চাওলা।