দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার (বাঁয়ে) ও অধিনায়ক টেম্বা বাভুমা
দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার (বাঁয়ে) ও অধিনায়ক টেম্বা বাভুমা

বাভুমা ‘আনফিট’, কোচকে খোঁচা গিবসের

খেলোয়াড়ি জীবনে নিজের ফিটনেসের সঙ্গে কখনো আপস করেননি হার্শেল গিবস। বিশেষ করে ফিল্ডিংয়ের সময় তিনি আর জন্টি রোডস মিলে পয়েন্ট আর কাভার অঞ্চলে যেন দেয়াল তুলে দাঁড়াতেন। ক্ষিপ্র ফিল্ডিংয়ে প্রতিপক্ষের অন্তত ২০ রান আটকে দিয়ে দক্ষিণ আফ্রিকার জন্য অবদান রাখতেন।

সেই দক্ষিণ আফ্রিকা দলেই ফিটনেসের ঘাটতি নিয়ে কেউ দিনের পর দিন খেলে গেলে গিবসের মেজাজ হারানোরই কথা। সাবেক এই ব্যাটসম্যান মেজাজ হারিয়ে দক্ষিণ আফ্রিকার বর্তমান অধিনায়ক টেম্বা বাভুমাকে আনফিট ও স্থূলকায় বলেছেন।

ভারতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের সময় থেকে বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত হয়ে আসছিলেন বাভুমা। বিশ্বকাপ শুরুর আগের দিন ক্যাপ্টেনস ডে অনুষ্ঠানে ঘুমিয়ে পড়া, নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা যখন হেরে যাচ্ছিল; তখনো গায়ে তোয়ালে জড়িয়ে ড্রেসিংরুমে আয়েশি ভঙ্গিতে বসে থাকা, টুর্নামেন্টজুড়ে তাঁর রান–খরা ও বাজে অধিনায়কত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এসব কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির পাত্রও হয়ে উঠেছিলেন।

শতভাগ ফিট না হয়েও বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছেন বাভুমা

বাভুমাকে নিয়ে ওঠা আগের সব সমালোচনা ছাপিয়ে যায় বিশ্বকাপ সেমিফাইনালে। পুরোপুরি ফিট না হয়েও নেতৃত্বের প্রভাব খাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলেন বাভুমা এবং যথারীতি সেই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ (০ রানে আউট) হন।

বিশ্বকাপে ব্যর্থতায় ঘরের মাঠে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি–টোয়েন্টি দল থেকে বাদ পড়েন বাভুমা। তবে সেঞ্চুরিয়নে গতকাল শুরু হওয়া প্রথম টেস্ট দিয়ে ফিরেছেন। আর ফেরার দিনেই আবারও চোটে পড়েছেন।

ভারতের প্রথম ইনিংসের সময় ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান বাভুমা। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। ভারতের ২৪৫ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ফেললেও আজ এখন পর্যন্ত ব্যাটিংয়ে নামেননি।

ভারতের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন বাভুমা। গতকাল সেঞ্চুরিয়নে

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ৩৩ বছর বয়সী বাভুমার চোটের সর্বশেষ অবস্থা জানান দক্ষিণ আফ্রিকার ফ্রিল্যান্স ধারাভাষ্যকার ও ক্রিকেট লেখক ওয়ার্নার। বাভুমার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘স্ক্যান রিপোর্ট থেকে জানা গেছে, তাঁর বাঁ হ্যামস্ট্রিংয়ে টান পড়েছে। চিকিৎসা বিভাগ তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। এই ম্যাচে আর খেলতে পারবেন কি না, সেটা জানানো হবে।’

ওয়ার্নারের সেই পোস্টেই বাভুমাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন গিবস। ৪৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার লিখেছেন, ‘এটা পরিহাসের বিষয় যে কোচ এমন কিছু খেলোয়াড়কে খেলার সুযোগ দিচ্ছেন, যারা স্পষ্টতই আনফিট এবং ওজন মাত্রাতিরিক্ত। অথচ তিনি ২০০৯ সালে প্রোটিয়া দলে ট্রেনার হিসেবে কাজ শুরু করেছিলেন।’

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবস

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার দলের ট্রেনার বলতে বর্তমান প্রধান কোচ রব ওয়াল্টারকে বুঝিয়েছেন গিবস। ২০১০ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষ ম্যাচ খেলা গিবস ওয়াল্টারকে কিছুদিন জাতীয় দলে পেয়েছিলেন। ওয়াল্টার সে সময় দক্ষিণ আফ্রিকার ফিটনেস ও কন্ডিশনিং কোচ ছিলেন। সেই ওয়াল্টার এখন ‘আনফিট’ বাভুমাকে সুযোগ দেওয়াতেই বিষয়টি গিবসের কাছে পরিহাসের মনে হয়েছে।