বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি

দাপুটে জয়ে ধবলধোলাই এড়াল আয়ারল্যান্ড

বাংলাদেশ ২, আয়ারল্যান্ড ১

এ সফরে এখন পর্যন্ত যেটির মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড, এবার সেটিই যেন ফিরিয়ে দিল তারা। সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় পেল সফরকারী দলটি।

টসে জিতে আজ ব্যাটিং নিয়েছিলেন সাকিব, কিন্তু আগ্রাসী অ্যাপ্রোচ ঠিক কার্যকর হয়নি। কমবেশি সবাই বড় শটের চেষ্টাতেই আউট হয়েছেন। এমন ব্যাটিংয়ে সফল হতে যে ব্যর্থতার স্বাদ পেরিয়ে যেতে হয়, সেটিই আজ টের পেয়েছে বাংলাদেশ। শামীম হোসেনের ৪২ বলে ৫১ রানের ইনিংসে বাংলাদেশ ১০০ পেরিয়ে পায় লড়াই করার মতো মোটামুটি একটা সংগ্রহ।

কিন্তু চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে পল স্টার্লিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে সে সংগ্রহ পাত্তা পায়নি একেবারেই। দাপুটে জয়ে শেষ ম্যাচে এসে সান্ত্বনা পেয়েছে আয়ারল্যান্ড, এড়িয়েছে ধবলধোলাই।

কীভাবে জয় এলো তাদের, পড়ুন নিচে—

টস

শেষ ম্যাচে এসে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চট্টগ্রামের আকাশ মেঘলা আজও, যদিও বাতাস আগের দিনের চেয়ে তুলনামূলক কম। নির্ধারিত সময়েই হয়েছে টস।

আগেই সিরিজ জেতা বাংলাদেশের লক্ষ্য এবার আয়ারল্যান্ডকে ধবলধোলাই। শেষ ম্যাচের প্রথম আলো লাইভে আপনাকে স্বাগত!

রিশাদের অভিষেক

আন্তর্জাতিক অভিষেক হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। তাঁকে জায়গা করে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলামও, মোস্তাফিজুর রহমানের জায়গায় খেলছেন তিনি।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

অভিষেক হামফ্রিসেরও

আজ অভিষেক হচ্ছে আরেক স্পিনারের। আয়ারল্যান্ড দলে খেলছেন বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিস। তাঁকে জায়গা করে দিয়েছেন গ্রাহাম হিউম।

আয়ারল্যান্ড একাদশ

মার্ক এডেয়ার, রস এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রিস, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।

অনেক দিন পর…

২০১৯
২০১৯ সালে সর্বশেষ কোনো লেগ স্পিনার হিসেবে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল আমিনুল ইসলামের। আজ হচ্ছে রিশাদ হোসেনের। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কাছ থেকে অভিষেক ক্যাপ নিয়েছেন ২০ বছর বয়সী এ স্পিনার।
আন্তর্জাতিক অভিষেক হচ্ছে রিশাদ হোসেনের

৫ রানেই আউট লিটন

ফিওন হ্যান্ডের প্রথম বলে চার মেরে শুরু করেছিলেন লিটন দাস। পরের ওভারের প্রথম বল, অফ স্টাম্পের বেশ বাইরের বলে স্ল্যাশ করতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ তুলেছেন তিনি। ৫ রান করেই আউট হয়েছেন লিটন। ৯১ ও ১২৪ রানের পর এবার ওপেনিং জুটি ভাঙল ৯ রানেই।

ফিরলেন নাজমুলও

ঠিক যেভাবে চেয়েছিলেন, স্লগ সুইপটা সেভাবে করতে পারলেন না নাজমুল হোসেন। হ্যারি টেক্টরের ঝুলিয়ে দেওয়া বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেওয়ার আগে এ বাঁহাতি করেছেন ৮ বলে ৪ রান। তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ, স্কোরকার্ডে ১৮ রান।

এবার রনি

আরেকটি ওভার, আরেকটি উইকেট। এবার কার্টিস ক্যাম্ফারের শিকার রনি তালুকদার। ফুললেংথেই ছিল, রনি তুলে মেরেছিলেন। ডিপ মিডউইকেটে ভুল করেননি মার্ক এডেয়ার। রনি থামলেন ১০ বলে ১৪ রান করে। ২৪ রানের মধ্যে ৩ উইকেট নেই বাংলাদেশের।

সাকিবকেও হারাল বাংলাদেশ

ঠিক আগের বলেই কাভারের ওপর দিয়ে তুলে চার মেরেছিলেন। মার্ক এডেয়ারের শর্ট বলে এবার পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দিলেন সাকিব। আগের ওভারে তাওহিদ হৃদয় চারের পর ছক্কা মেরেছিলেন হ্যারি টেক্টরকে, এ ওভারে সাকিবের চারে পাওয়ারপ্লেতে একটু পুষিয়ে দিচ্ছিল বাংলাদেশ। তবে সাকিবের সাকিবের উইকেটে পিছিয়ে গেল আরও। ক্রিজে হৃদয়ের সঙ্গে যোগ দিয়েছেন শামীম হোসেন, কার্যত বাংলাদেশের শেষ স্বীকৃত জুটি এটি।

পাওয়ারপ্লের ৬ ওভারে বাংলাদেশ ৪১/৪।

থাকলেন না হৃদয়ও

উইকেট পড়ার হিড়িক পড়েছে বাংলাদেশ ইনিংসে! এবার বেন হোয়াইটের শিকার তাওহিদ হৃদয়। স্লগ সুইপ করতে গিয়ে খাড়া ওপরে তুলেছিলেন হৃদয়, অফ স্টাম্পের বেশ বাইরে থেকে টেনে খেলতে গিয়েছিলেন। ৪১ রানেই পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। হৃদয়ের উইকেটের পর আইরিশ অধিনায়ক পল স্টার্লিংয়ের উদ্‌যাপনই বলে দেয়, এর অর্থ কী তাঁদের কাছে।

৬১/৬, ৯.১ ওভার

লাইন-লেংথ চাচ্ছিল সোজা খেলতে, নেমেই যেমন বলে ছক্কা মেরেছিলেন রিশাদ হোসেন। ম্যাথু হামফ্রিসের এ বলে অবশ্য খেলতে চাইলেন আড়াআড়ি শট। লাইন মিস করে হলেন বোল্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম বলেই উইকেটের দেখা পেলেন হামফ্রিস, এক অভিষিক্ত ফেরালেন আরেক অভিষিক্ত ক্রিকেটারকে।

৩ বলে ২ উইকেট হামফ্রিসের

৩ বলের মধ্যেই ২ উইকেট—আন্তর্জাতিক টি-টোয়েন্টির শুরুটা এর চেয়ে ভালো আর কিই-বা চাইতে পারতেন ম্যাথু হামফ্রিস! রিশাদের পর এবার তিনি ফেরালেন তাসকিন আহমেদকে। তাসকিনও স্লগ সুইপ করতে গিয়েছিলেন, ডিপ মিডউইকেটে ভালো ক্যাচ নিয়েছেন কার্টিস ক্যাম্ফার। ৯.৩ ওভার, ৬১/৭—বাংলাদেশের স্কোরকার্ড এখন এমন।

শরফউদ্দৌলার মাইলফলক

১০০
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ছেলেদের ১০০তম ওয়ানডে অন-ফিল্ডে পরিচালনা করছেন শরফউদ্দৌলা। পাশাপাশি মেয়েদের ৪১টি ম্যাচও মাঠ থেকে পরিচালনা করেছেন সাবেক বাঁহাতি এ স্পিনার।
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ছেলেদের ১০০তম ওয়ানডে অন-ফিল্ডে পরিচালনা করছেন শরফউদ্দৌলা

সাকিবের হাতে আর্জেন্টিনার জার্সি

আর্জেন্টিনা জাতীয় পুরুষ দলের অধিনায়ক হার্নান ফেনেল ও নারী দলের অধিনায়ক আলিসন স্টকস বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়ে পাঠিয়েছেন জার্সি। আজ সেটিই সাকিবের হাতে তুলে দিয়েছেন ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড।

নাসুমকে নিয়ে এগোনোর চেষ্টা শামীমের

পানি-পানের বিরতিতে মাঠে এসেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাসকিন আহমেদ তখন মাত্র ফিরেছেন। এখন পর্যন্ত বাংলাদেশের সব ব্যাটসম্যানই আউট হয়েছেন বড় শটের চেষ্টায়। আপাতত নাসুম আহমেদকে নিয়ে ধীরগতিতে এগোনোর চেষ্টা করছেন শামীম হোসেন। দুজনের অষ্টম উইকেট জুটিতে উঠেছে ২০ রান, বাংলাদেশের যেটি সর্বোচ্চ।

১৪তম ওভারে এসেছেন বেন হোয়াইট।

নাসুমের উইকেটে ভাঙল রেকর্ড জুটি

৩৩

ডিলানির লো ফুলটসে সরাসরি এক্সট্রা কাভারে ক্যাচ দিয়েছেন ড্রাইভের চেষ্টা করা নাসুম। ১৬তম ওভারে ভাঙল শামীমের সঙ্গে নাসুমের ৩৩ রানের জুটি। অষ্টম উইকেটে বাংলাদেশের এটিই সর্বোচ্চ রানের জুটি এখন।

১০০ পেরোল বাংলাদেশ

১৬তম ওভারে ১০০ পেরোল বাংলাদেশ। ৬১ রানে সপ্তম উইকেট হারানোর পর বাংলাদেশ ভালোই এগিয়েছে, বলতে হবে এমন। এখনো অপরাজিত শামীম হোসেন, ব্যাটিং করছেন ২৯ বলে ৩১ রানে। তাঁর সঙ্গী শরীফুল ইসলাম।

রইল বাকি এক

এখনো ৩ ওভার বাকি, তবে বাংলাদেশ পুরো ওভার ব্যাটিং করতে পারবে কি না—প্রশ্ন সেটিই। মার্ক এডেয়ারের বলে কট-বিহাইন্ড হয়েছেন শরীফুল ইসলাম। বাংলাদেশের রান ১০৪/৯।

রিভার্স পুল!

কার্টিস ক্যাম্ফারের লেংথ বল, অফ স্টাম্পের একটু বাইরে। শামীম সেটিতেই ব্যাট চালালেন অনায়াসে। তবে ব্যাট চালালেন উলটো দিকে, মানে খেললেন রিভার্স শট! তাতেই হলো ছক্কা। তাঁকে সঙ্গ দেওয়ার জন্য বাকি শুধু হাসান মাহমুদ, কিন্তু বাংলাদেশকে টানছেন শামীম।

শামীমের ফিফটি

ইয়র্কারের লেংথ মিস করে এডেয়ার দিয়েছিলেন ফুলটস, কাউ কর্নার দিয়ে শামীম তাতে মেরেছেইলেন ছক্কা। পরের বলে স্কুপ করতে গিয়ে ক্যাচ তুলেছিলেন, কিন্তু ফাইন লেগে থাকা হামফ্রিস নিতে পারেননি সে ক্যাচ। সেটিই হয়েছে চার, শামীম ওই শটেই পেয়ে গেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি। মাইলফলকে যেতে ৪০ বল লেগেছে তাঁর।

১২৪ রানে থামল বাংলাদেশ

ফিওন হ্যান্ডকে পুল করেছিলেন, তবে শট খেলে ফেলেছিলেন আগেভাগেই। শামীম ডিপ স্কয়ার লেগে ধরা পড়েছেন। তবে এর আগে তাঁর ব্যাটেই লড়াই করার মতো একটা সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪১ রানে ৫ উইকেটের পর ৬১ রানে ৭ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদকে নিয়ে এরপর বাংলাদেশকে ১২৪ রান পর্যন্ত নিয়ে গেলেন শামীম। ৪২ বলে ৫১ রানের ইনিংসে শামীম মেরেছেন ৫টি চার ও ২টি ছক্কা।

সফরে প্রথম ম্যাচ জিততে আয়ারল্যান্ডের প্রয়োজন ১২৫ রান।

২ ওভারে ১৫

তাসকিন ও সাকিবের ২ ওভারে ৪ বলের মধ্যে ৩ চার মেরেছেন রস এডেয়ার ও পল স্টার্লিং। ১২৫ রানের লক্ষ্যে ২ ওভারে ১৫ রান তুলে ফেলেছে আয়ারল্যান্ড।

এডেয়ার ব তাসকিন

ফুললেংথ, এডেয়ারের উচ্চাভিলাসী শটের চেষ্টা ব্যর্থ এবং বোল্ড! তৃতীয় ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন তাসকিন আহমেদ। এডেয়ার ফিরেছেন ৭ রান করে। ২.৪ ওভারে আয়ারল্যান্ডের রান ১৭।

প্রথম বলেই শরীফুলের উইকেট

অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বল। সেটিতে আরও জায়গা বানিয়ে খেলতে গিয়েছিলেন লরকান টাকার। হয়েছেন কট বিহাইন্ড। মাঝে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সুযোগ না পাওয়া শরীফুল ইসলাম উইকেট পেলেন নিজের প্রথম বলেই। আয়ারল্যান্ডের দ্বিতীয় উইকেট পড়েছে ৪১ রানে।

রিশাদের প্রথম ওভারে ৭ রান

স্টার্লিংকে অফ স্টাম্পের বাইরে একটু জায়গা দিয়েছিলেন, সেটিতে খেয়েছেন চার। সেটি সহ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ওভারে রিশাদ হোসেন দিয়েছেন ৭ রান। পাওয়ারপ্লেতে ৪৭ রান তোলা আয়ারল্যান্ড পরের ২ ওভারে তুলেছে ১৯ রান, ৭২ বলে তাদের প্রয়োজন ৫৯ রান।

স্টার্লিংয়ের ফিফটি

রিশাদের বলে সিঙ্গেল নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২২তম ফিফটি পূর্ণ করলেন পল স্টার্লিং। রান তাড়ায় দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে নিয়ে গেছেন আয়ারল্যান্ড অধিনায়ক। ফিফটি করতে তাঁর লেগেছে ৩১ বল, এখন পর্যন্ত ৭টি চারের সঙ্গে মেরেছেন ২টি চার। টাকার ফেরার পর হ্যারি টেক্টরের সঙ্গে জুটিতে স্টার্লিং যোগ করেছেন ৩৬ রান।

স্টার্লিং-ঝড়

প্রথম বলটা বাজে ছিল, লেগ সাইডের বাইরে পেয়ে ছক্কা মারেন স্টার্লিং। শরীফুলের পরের তিন বলে মারেন টানা তিনটি চার। শরীফুলের করা ১১তম ওভারে এসেছে ২০ রান। জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন মাত্র ২৮ রান।

স্টার্লিংকে থামালেন রিশাদ

বলটা উঠল বেশ ওপরে। লং অন থেকে নিজের বাঁদিকে ছোটার অনেক সময়ও পেলেন নাজমুল হোসেন। শেষ পর্যন্ত নিয়েছেন ভালোভাবেই। পল স্টার্লিং—রিশাদ হোসেনের প্রথম আন্তর্জাতিক উইকেট! ৪১ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস শেষ হলো স্টার্লিংয়ের। ম্যাচ শেষ করে আসতে পারলেন না, তবে আয়ারল্যান্ডের জয় অনেকটাই নিশ্চিত করে দিয়ে গেছেন তাদের অধিনায়ক। নেমেই চার মেরেছেন আগের ম্যাচে ফিফটি করা কার্টিস ক্যাম্ফার। আয়ারল্যান্ডের প্রয়োজন ৯ রান, বাকি ৭ ওভার।

দাপুটে জয়ে আয়ারল্যান্ডের সান্ত্বনা

তাসকিনের বলে হুক করে ছক্কা মারলেন কার্টিস ক্যাম্ফার, ১৪তম ওভারের শেষ বলেই জয় নিশ্চিত করল আয়ারল্যান্ড। এক বল আগে ক্যাম্ফার মেরেছেন চারও। ৩৬ বল বাকি থাকতে ৭ উইকেটের দাপুটে জয়ে ধবলধোলাই এড়াল আয়ারল্যান্ড। বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হলো ২-১ ব্যবধানে সিরিজ জিতেই। টানা ৫ ম্যাচে জয়ের পর অবশেষে হারল সাকিবের দল।

দুই দলের একমাত্র টেস্ট শুরু আগামী ৪ এপ্রিল, মিরপুরে।