১৫ রানে অলআউট সিডনি থান্ডার
১৫ রানে অলআউট সিডনি থান্ডার

মাত্র ১৫ রানে অলআউট হেলস, রুশোর সিডনি থান্ডার

‘সত্যি বলতে আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয়, এখানে যারা আছে, প্রত্যেকেই বুঝতে পারছে না কী হয়েছে। মনে হচ্ছে, এখনই অবসর নিয়ে ফেলি। এর চেয়ে ভালো কিছু সামনে হবে বলে আমার মনে হয় না’—কথাগুলো অ্যাডিলেড স্ট্রাইকার্সের পেসার হেনরি থর্নটনের। ম্যাচ শেষে তাঁর বলা প্রতিটি বাক্যেই অবিশ্বাসের সুর।

সত্যিই তো, কীভাবে বিশ্বাস করবেন? অ্যালেক্স হেলস, রাইলি রুশোদের নিয়ে গড়া সিডনি থান্ডারের ব্যাটিং লাইনআপ মাত্র ১৫ রানে অলআউট হয়ে যাবে, সেটা বিশ্বাস না হওয়া স্বাভাবিক।

বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানে গুটিয়ে গেছে সিডনি থান্ডার। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড এটি। এর আগে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড ছিল তুরস্কের।

২০২১ সালে চেক রিপাবলিকের বিপক্ষে ২১ রানে অলআউট হয়েছিল তারা। ১৫ রান করতে সিডনির ব্যাটসম্যানরা খেলেছেন মাত্র ৫ ওভার ৫ বল। অর্থাৎ ৩৫ বলের ১০টিতেই উইকেট পড়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম ওভারে অলআউট হওয়ার রেকর্ড এটি।

সিডনির হয়ে রানের খাতা খুলতে পারেননি পাঁচ ব্যাটসম্যান। এর মধ্যে আছেন টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসও। দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো করেন ৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪ রান করেন ১০ নম্বরে ব্যাট করতে নামা ব্রেন্ডন ডগেট। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ৩ রানে ৫ উইকেট নেন হেনরি থর্নটন। ম্যাচসেরা হয়েছেন তিনি। এ ছাড়া  ওয়েস অ্যাগার নিয়েছেন ৪ উইকেট। স্পিনার ম্যাথুই শর্টের উইকেট ১টি।

প্রথমে ব্যাট করতে নেমে ক্রিস লিন ও কলিন ডি গ্রান্ডহোমের ত্রিশোর্ধ্ব রানের ইনিংসে ১৩৯ রানের মাঝারি সংগ্রহ তোলে অ্যাডিলেড স্ট্রাইকার্স। এই সংগ্রহ তুলে তারা জয় পেল ১২৪ রানে। তবে জয়ের ব্যবধানের চেয়ে থান্ডারের ১৫ রানে অলআউট হওয়া তৈরি করেছে বিস্ময়।