তাহলে নিজের অবস্থান থেকে সরে এলেন রশিদ খান! গত জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে মার্চে পূর্বনির্ধারিত সিরিজ বাতিলের ঘোষণা দিয়েছিল অস্ট্রেলিয়া।
আফগানিস্তানে নারীদের ওপর তালেবানদের বিধিনিষেধ আরোপের জের ছিল সেটি। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ বর্জনের হুমকি দিয়েছিলেন আফগানিস্তান অধিনায়ক রশিদ। তবে নিজের অবস্থানে স্থির থাকতে পারলেন না সময়ের সেরা লেগ স্পিনার। বিগ ব্যাশের পরবর্তী আসরে খেলবেন এই স্পিনার।
এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানা গেলেও সংবাদ সংস্থা এএপি জানিয়েছেন, রশিদ বিগ ব্যাশে খেলবেন বলে নিশ্চিত করেছেন। পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে ড্রাফটে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হলে। যে তালিকা আগামী সোমবারের আগে প্রকাশ করা হবে না। অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থা এএপি এই তথ্য জানিয়েছে লিগ সূত্রের বরাত দিয়ে।
তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে সেই দেশের নারীদের শিক্ষা ও বাইরে কাজ করার জায়গা সংকুচিত হয়ে আসে, যা নিয়ে অনেক দিন ধরেই সোচ্চার ছিলেন মানবাধিকারকর্মীরা। ক্রিকেট অস্ট্রেলিয়া এই কারণেই আফগানদের বিপক্ষে সিরিজ খেলতে অস্বীকৃতি জানায়। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া তখন জানায়, ‘সাম্প্রতিক সময়ে তালেবান মেয়েদের শিক্ষা, চাকরি এবং পার্ক ও জিমে যাওয়ার ব্যাপারে সীমাবদ্ধতা আরোপ করার ঘোষণা দেওয়ার পর এই সিদ্ধান্ত (সিরিজে না খেলা) নেওয়া হলো। আফগানিস্তানসহ গোটা বিশ্বে পুরুষ ও নারীদের খেলার প্রতি সমর্থন ও সম্প্রসারণে সিএ প্রতিশ্রুতিবদ্ধ। নারীদের অবস্থার উন্নয়নের অপেক্ষায় আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাব।’
যার প্রতিবাদে সেই সময়ে রশিদ জানিয়েছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে খেলা যদি অস্ট্রেলিয়ার জন্য অস্বস্তির বিষয় হয়, তবে বিবিএলে (বিগ ব্যাশ লিগে) নিজের উপস্থিতির মাধ্যমে আমি কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। যার ফলে এই প্রতিযোগিতায় নিজের ভবিষ্যৎ আমি আরও জোরালোভাবে বিবেচনা করব।’
রশিদ এই টুর্নামেন্টে না খেললে কিছুটা হলেও ধাক্কা খেত বিগ ব্যাশ। কারণ, এই টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকাদের একজন রশিদ। ২০১৭ সালে বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে নাম লেখান আফগান পোস্টার বয়। বিদেশি ক্রিকেটার মধ্যে বিগ ব্যাশে সবচেয়ে বেশি (৯৮) উইকেট রশিদের। এই মৌসুমেও প্ল্যাটিনাম ক্যাটাগরিতে রশিদকে ধরে রাখার কথা অ্যাডিলেড স্ট্রাইকার্সের। অ্যাডিলেডের হয়ে প্রথম ৭ রাউন্ডে খেলার কথা রশিদের। এরপরই ১০ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগেও খেলার কথা তাঁর।