অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আইপিএলের নিলামে নতুন ইতিহাস গড়েছেন
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আইপিএলের নিলামে নতুন ইতিহাস গড়েছেন

কারেনের রেকর্ড ভেঙে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার কামিন্স

আইপিএলে নতুন ইতিহাস গড়লেন প্যাট কামিন্স। আইপিএলের নিলামের ইতিহাসে সর্বোচ্চ ২০ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ককে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দুবাইয়ে আজ ২০২৪ সালের আইপিএলের জন্য নিলাম অনুষ্ঠিত হচ্ছে।

আইপিএলের ইতিহাসেরই সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে গেছেন কামিন্স, ২০ কোটি রুপি পেরিয়ে যাওয়া প্রথম ক্রিকেটারও তিনি। কামিন্স ভেঙে দিয়েছেন গত মৌসুমে স্যাম কারেনের ১৮ কোটি ৫০ লাখ রুপির রেকর্ড। রেকর্ড দামে ইংলিশ অলরাউন্ডারকে কিনেছিল পাঞ্জাব কিংস, তবে সে রেকর্ড টিকল মাত্র এক মৌসুম।

নিলামের বাইরে সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড বিরাট কোহলি ও লোকেশ রাহুলের। যৌথভাবে দুজনেই পেয়েছেন ১৭ কোটি রুপি।

নিলামে কামিন্সের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। শুরুতে দর–কষাকষি ছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের। এরপর দৃশ্যপটে আসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা উঠেছিল ৭ কোটি ৮০ লাখ রুপি পর্যন্ত। এরপরই আসে হায়দরাবাদ। বেঙ্গালুরুর সঙ্গে লড়াই চলে হায়দরাবাদের। শেষ পর্যন্ত সে লড়াই জেতে তারাই।

কামিন্সকে রেকর্ড দামে কিনেছে হায়দরাবাদ

জাতীয় দলের প্রতি মনযোগী হতে আইপিএলের গত মৌসুমে খেলেননি কামিন্স, যিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। সম্প্রতি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ–জয়ী, অ্যাশেজ ধরে রাখা ও বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

কামিন্স ছাড়াও এখন পর্যন্ত ১৪ কোটি রুপিতে কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলকে কিনেছে চেন্নাই সুপার কিংস। এ ছাড়া হার্শাল প্যাটেলকে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংস, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েলকে ৭ কোটি ৪০ লাখ রুপিতে রাজস্থান রয়্যালস এবং বিশ্বকাপ ফাইনালের ম্যাচসেরা অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে ৬ কোটি ৮০ লাখ রুপিতে কিনেছে হায়দরাবাদ।

এর বাইরে ইংল্যান্ড ব্যাটসম্যান হ্যারি ব্রুককে ৪ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস ও শার্দূল ঠাকুরকে সমান দামে কিনেছেন চেন্নাই।