‘সব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন।’
সাকিব আল হাসান প্রশ্নটির উত্তর দেওয়ার আগে মুখে হাসি নিয়ে কথাটা বললেন। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়ার পর আজই প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি। সেখানে টি-টোয়েন্টি দলের খুঁটিনাটি নিয়ে আলোচনা তো ছিলই।
সাকিবের বেটউইনার–বিতর্কের বিষয়টিও উঠে এসেছে। সাকিব অবশ্য সে প্রসঙ্গে কোনো উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন কৌশলে। তিনি বলেছেন, ‘আপনারা যেভাবে শুরু (বিতর্ক) করেছেন, আর যেভাবে শেষ করেছেন; একইভাবে হয়েছে। আমার এখানে খুব বেশি কিছু বলার নেই।’
বেটিং-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করায় সাকিবকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তারকা ক্রিকেটার হিসেবে সাকিবের যে দায়িত্ববোধের জায়গা থাকার কথা, সেটি এ ক্ষেত্রে তিনি ঠিকমতো পালন করতে পেরেছেন কি না, সেটা নিয়েও প্রশ্নের মুখোমুখি হয়েছেন সাকিব। ছোট্ট উত্তরে সে প্রশ্নও তিনি এড়িয়ে গেছেন, ‘এটা আসলে আমার পক্ষে বিচার করা মুশকিল।’
সম্প্রতি ‘বেটউইনার নিউজ’ নামে একটি কোম্পানির সঙ্গে পণ্যদূত হিসেবে চুক্তি করেছিলেন সাকিব। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ-সংক্রান্ত পোস্টও করা হয়েছে। সাকিবের সঙ্গে চুক্তির কথা নিশ্চিত করেছিল ‘বেটউইনার নিউজ’ নামে ওই ওয়েবসাইটও।
সাকিবের এই চুক্তি নিয়ে ক্রিকেট বোর্ড ছিল শক্ত অবস্থানে। চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটেরই সম্পর্ক থাকবে না বলে ঘোষণা দিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। এরপর বেটউইনার নিউজের সঙ্গে পণ্যদূতের চুক্তি বাতিল করেন সাকিব। এরপরই সাকিবকে অধিনায়ক করে টি-টোয়েন্টির এশিয়া কাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।