বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে উমরান মালিককে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, অনুশীলন সেশনে কাঁধে চোট পেয়েছেন শামি। সেটি থেকে সেরে উঠতে পারেননি বলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে খেলা হচ্ছে না তাঁর। আপাতত বিসিসিআইয়ের চিকিৎসক দলের পর্যবেক্ষণে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে আছেন শামি। টেস্ট সিরিজে খেলতে পারবেন কি না, সে ব্যাপারে কিছু নিশ্চিত করেনি বিসিসিআই।
২০১৫ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এবার বাংলাদেশে এসেছে ভারত, ১ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছেছে তারা। গতকালের পর আজও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। আগামীকাল এ মাঠেই প্রথম ওয়ানডে।
শামির বদলি হিসেবে দলে নেওয়া উমরান সর্বশেষ আইপিএলে গতির ঝড় তুলে আলোচনায় আসেন। এরপর জুনে আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি অভিষেক হয় তাঁর। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ওয়ানডে অভিষেকও হয় এই ফাস্ট বোলারের। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডেই খেলেছিলেন।
শামিকে দিয়ে বাংলাদেশ সফরে ভারত দলের চোটের তালিকা আরেকটু দীর্ঘই হলো। এর আগে ছিটকে যান রবীন্দ্র জাদেজা ও যশ দয়াল। গত সেপ্টেম্বরে ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল জাদেজার। সেটি থেকে সেরে উঠতে পারেননি। দয়ালের চোট পিঠে। টেস্টেও জাদেজাকে পাওয়া নিয়ে সংশয় আছে।
শেষ পর্যন্ত শামি খেলতে না পারলে বাংলাদেশ সফরে থাকা ভারত ‘এ’ দলের নবদীপ সাইনি বা মুকেশ কুমার ডাক পেতে পারেন। একইভাবে জাদেজার জায়গায় আসতে পারেন বাঁহাতি স্পিনার সৌরভ কুমার।
বাংলাদেশ সিরিজে ভারতের ওয়ানডে স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্ত (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, কুলদীপ সেন, উমরান মালিক।