আইপিএলের সর্বশেষ আসরে ফাইনাল খেলেছে রাজস্থান রয়্যালস। শিরোপা জিততে পারেনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) একই ভাগ্য বরণ করতে হলো রয়্যালস পরিবারের আরেকেটি দলের। আজ সিপিএলের ফাইনালে জ্যামাইকা তালাওয়াসের কাছে ৮ উইকেটে হেরে শিরোপা জিততে পারেনি বার্বাডোজ রয়্যালস। ২০১৬ সালের পর এই প্রথম সিপিএলের শিরোপা জিতল জ্যামাইকা তালাওয়াস।
ফাইনালের আগে ১১ ম্যাচে মাত্র ২ বার হারা বার্বাডোজ ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুটাও হয় দুর্দান্ত। রাকিম কর্নওয়াল ও কাইল মেয়ার্স প্রথম উইকেটে ৩৫ বলে ৬৩ রানের জুটি গড়েন। ৩৬ রানে ফেরেন কর্নওয়াল আর মেয়ার্স ফেরেন ২৯ রানে। তিনে ব্যাট করা আজম খান তুলে নেন অর্ধশতক। ৪০ বলে করেন ৫১ রান। টপ অর্ডারের এই তিন ব্যাটসম্যানকে ফেরান ফাবিয়েন অ্যালেন। শেষ পর্যন্ত ২০ ওভার ১৬১ রানে থেমেছে বার্বাডোজের ইনিংস।
নতুন বলে জামাইকার প্রধান ‘অস্ত্র’ ছিলেন মোহাম্মদ আমির। টুর্নামেন্টে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৯ উইকেট ছিল পাকিস্তানের সাবেক এই পেসারের। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে চোটে পড়েন আমির। আমিরের অনুপস্থিতিতে নতুন বলের দায়িত্ব যার কাঁধে পড়ে, সেই মিগায়েল প্রিটোরিয়াস পাওয়ার প্লেতে ২ ওভার দেন ২৪ রান।
শুরুতে আমিরকে মিস করলেও, ফাবিয়েন অ্যালেন ও নিকোলসন গর্ডনের দারুণ বোলিংয়ে শেষমেশ আমিরের অনুপস্থিতি আর টের পায়নি তালাওয়াশ। ২৪ রানে ৩ উইকেট নেন অ্যালেন। গর্ডনের শিকার ৩৩ রানে ৩ উইকেট।
বার্বাডোজকে বল হাতে শুরুতেই উইকেট এনে দিয়েছিলেন কাইল মেয়ার্স। রানের খাতা খোলার আগেই ফিরিয়েছেন কেনার লুইসকে। যদিও ১৬২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জিততে অসুবিধা তালাওয়াসের। ব্রেন্ডন কিংয়ের ৫০ বলে ৮৩ রানের ইনিংসে ২৩ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় জ্যামাইকা তালাওয়াস। শামারা ব্রুকস করেন ৩৩ বলে ৪৭ রান। ব্রেন্ডন কিং ফাইনালে ৮৩ রানের ইনিংস খেলার পরও ম্যাচসেরা হন ২৪ রানে ৩ উইকেট নেওয়া অ্যালেন। টুর্নামেন্টসেরা ব্রেন্ডন কিং।