ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের অন্যতম তিনি। দ্বীপদেশ অ্যান্টিগায় জন্ম নেওয়া খ্যাতিমানদের একজন। ক্রিকেটের মাধ্যমে ক্যারিবীয় অঞ্চলের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখা ভিভ রিচার্ডসকে এবার সম্মাননা জানিয়েছে ইস্টার্ন ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিসিবি)।
দুই ইস্টার্ন ক্যারিবিয়ান ডলার মূল্যের ব্যাংক নোটে ছাপা হয়েছে ভিভের ছবি। ৬ ডিসেম্বর এই স্মারক মুদ্রাটি বাজারে ছাড়া হবে। অ্যান্টিগাসহ ক্যারিবীয় দ্বীপগুঞ্জের ৬টি দেশ ও ২টি বৃটিশ–শাষিত অঞ্চলে মুদ্রা হিসেবে ইস্টার্ন ক্যারিবিয়ান ডলার ব্যবহার হয়। এই দেশ ও অঞ্চলগুলোতে ভিভের ব্যাটিংয়ের ছবিযুক্ত ব্যাংক নোটটি আর্থিক কাজে ব্যবহার করা যাবে। এর আগে বারবাডোজের ব্যাংক নোটে আরেক ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ও সাবেক অধিনায়ক ফ্রাঙ্ক ওরেলের ছবি দিয়ে এভাবে সম্মান জানানো হয়েছিল।
আইল্যান্ডপ্রেসবক্সডটকমের খবরে বলা হয়, ভিভের ছবিযুক্ত ব্যাংক নোটটি ছাপা হয়েছে ইসিসিবির ৪০ বছর পূর্তি উপলক্ষে। স্থানীয় সময় শুক্রবার রাতে ভিভের জন্মস্থান অ্যান্টিগার স্যান্ডালস গ্রান্ডে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভিভের হাতে স্মারক মুদ্রাটি তুলে দেন ইসিসিবি মানেটারি কাউন্সিলের চেয়ারম্যান অ্যামিলো গনসালভেস।
নিজের ব্যাটিংয়ের ছবিযুক্ত মুদ্রা গ্রহণ করে ভিভ বলেন, ‘এভাবে সম্মানিত হওয়াটা স্বপ্নের মতো।’ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ভিভকে এই সম্মাননা দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে তাঁর শক্তিশালী প্রভাব ও এ অঞ্চলের কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে আপোষহীন অবস্থা গ্রহণের কারণে।
ইসিসিবি মানেটারি কাউন্সিলের চেয়ারম্যান ভিভের ক্রিকেটের বাইরের অবদান ও এর গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেন, ‘এখন বর্ণবিদ্বেষ নতুন রূপে নতুন জায়গায় মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের এই খেলায় এ নিয়ে সবাই চুপ। কিন্তু ভিভ কখনো চুপ ছিলেন না। এখন আমরা আধুনিক যুগের ক্রিকেটার দেখি, যাঁরা অর্থকেই মুখ্য করে দেখেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের একতার গুরুত্ব ভুলে যান। যাঁরা বর্ণবাদী দক্ষিণ আফ্রিকায় অর্থের পেছনে ছুটেছিলেন, যাঁরা এখনো ছুটে চলেছেন, তাঁরা নিজেদের কখনো অর্থের (মুদ্রা) মধ্যে খুঁজে পাবেন না, যেটা আজ ভিভ পাচ্ছেন।’