ভারত এখন পর্যন্ত জিতেছে চারটি বিশ্বকাপ—দুটি ওয়ানডেতে, দুটি টি–টোয়েন্টিতে। এর মধ্যে ২০০৭ টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ডানহাতি এই উইকেটকিপার–ব্যাটসম্যানের নেতৃত্বে ভারত জিতেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও।
তবে তাঁরই নেতৃত্বে খেলা দিনেশ কার্তিক ভারতের সর্বকালের সেরা দলে ধোনির জায়গা দেখেন না। কার্তিক ভারতের সেরা একাদশে জায়গা দেখেন না ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং ভারতীয় ক্রিকেটের নন্দিত অধিনায়ক–ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলীকেও।
৩৯ বছর বয়সী কার্তিক সর্বকালের সেরা একাদশ গঠন করেছেন ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে। ক্রিকবাজে প্রকাশ করা এই একাদশে তিনি ওপেনার হিসেবে রেখেছেন বীরেন্দর শেবাগ ও রোহিত শর্মাকে। শেবাগ, রোহিত দুজনই ভারতের ব্যাটিংয়ে আক্রমণাত্মক শুরু এনে দেওয়ার জন্য বিখ্যাত। তিনে রেখেছেন রাহুল দ্রাবিড়কে। ‘দ্য ওয়াল’খ্যাত দ্রাবিড় ভারতের অধিনায়ক এবং গত জুন পর্যন্ত প্রধান কোচও ছিলেন।
কার্তিক তাঁর সেরা একাদশের ৪ নম্বরে যাঁকে রেখেছেন, তাঁকে সেরা দলে রাখবেন যে কেউই—শচীন টেন্ডুলকার। ৫ নম্বরে যিনি, তিনি টেন্ডুলকারেরই উত্তরসূরি—বিরাট কোহলি। ব্যাটিং লাইনআপে ১ থেকে ৫ পর্যন্ত নিখাদ ব্যাটসম্যান। এরপর অলরাউন্ডার আছেন দুজন। দুজনই বাঁহাতি স্পিনিং–অলরাউন্ডার। প্রথমজন যুবরাজ সিং, যিনি ২০০৭ ও ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড়। অপরজন এ সময়ের খেলোয়াড়—রবীন্দ্র জাদেজা।
কার্তিকের বিবেচনায় চার স্পেশালিস্ট বোলারের মধ্যে দুজন স্পিনার, দুজন পেসার। এখানে স্পিনার অনিল কুম্বলে ও রবিচন্দ্রন অশ্বিন আর পেসার যশপ্রীত বুমরা ও জহির খান।
এই ১১ জনের বাইরে দ্বাদশ খেলোয়াড় হিসেবে অফ–স্পিনার হরভজন সিংকে রেখেছেন কার্তিক। দলে থাকা ১১ জনের মধ্যে ভারতের হয়ে সবচেয়ে বেশি সময় উইকেটকিপিংয়ের অভিজ্ঞতা আছে দ্রাবিড়ের। কিপিংও তাঁরই করার কথা।
দিনেশ কার্তিকের চোখে ভারতের সর্বকালের সেরা একাদশ: বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, যশপ্রীত বুমরা ও জহির খান।
দ্বাদশ খেলোয়াড়: হরভজন সিং।