অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়লেন চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন সাবেক অস্ট্রেলিয় ক্রিকেটার ক্যামেরন হোয়াইট। আজ দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। দুই ধাপে ব্লুজ দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন এই শ্রীলঙ্কান। প্রথম ধাপে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত। এরপর বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। নিজ দেশ শ্রীলঙ্কার কোচও ছিলেন। এরপর ২০২০ সালে আবার নিউ সাউথ ওয়েলসের ফিরে যান।
নিউ সাউথ ওয়েলসের এলিট মেল ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঙ্গার হাথুরুকে অভিনন্দন জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘ক্রিকেট এনএসডব্লু, ব্লুজ ও সিডনি থান্ডারে চন্ডি গত দুই বছর দারুণ অবদান রেখেছেন। তাঁর চলে যাওয়াতে আমরা দুঃখিত। কিন্তু তাঁর আন্তর্জাতিক কোনো দলের কোচিং করানোর ইচ্ছার বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তাঁর কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা থাকল।’
হাথুরুসিংহে অস্ট্রেলিয় ক্রিকেট সংস্কৃতিতে তাঁর দ্বিতীয় অধ্যায় নিয়ে গর্বিত, ‘আমি সময়টা খুবই উপভোগ করেছি। এখানকার স্টাফ এবং খুবই প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা সবসময়ই উপভোগ্য। ২০২০ সালে আমি যখন এখানে ফিরে আসি, তখন আমাদের দলে অস্ট্রেলিয়া দলের অনেক ক্রিকেটার ছিল। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়টা ভালো ছিল। গত এক বছরে তরুণদের বেড়ে উঠতে দেখেছি।’
সম্প্রতি হাথুরুসিংহের বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে ফেরার জোরালো সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। কাল বিসিবি সভাপতি নাজমুল হাসান সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ঘুরে দেখার পর এক সংবাদ সম্মেলনের পর জানিয়েছেন, হাথুরুসিংহে আছেন তাদের সংক্ষিপ্ত তালিকায়, ‘আমরা যে ধরণের কোচ খুঁজছি, ফুল টাইম ওটাতে ও (হাথুরুসিংহে) আছে। অন্য কেউ ফুল টাইম না। কেউ হয়তো দুই শ দিন। কেউ হয়তো এক শ দিন। কাউকে আবার আইপিএলে ছেড়ে দিতে হবে। এটা আবার হাথুরুসিংহের নেই। সেদিক থেকে মনে হয় যে ওর সম্ভাবনা বেশি।’
বোর্ড প্রধানের এই বক্তব্যের পরের দিনই হাথুরুসিংহের নিউ সাউথ ওয়েলসের চাকরি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা এল। হাথুরুসিংহেই যে বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে ফিরছেন, এখন এ নিয়ে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার পালাই হয়তো বাকি আছে।