বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ‘টাইমড আউট’ হন অ্যাঞ্জেলো ম্যাথুস
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ‘টাইমড আউট’ হন অ্যাঞ্জেলো ম্যাথুস

সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে

টাইমড আউটের সিদ্ধান্তের ভার আম্পায়ারেরই নেওয়া উচিত

অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট হওয়া এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয়। এ নিয়ে বিতর্ক যেন থামছেই না। এই তো সেদিন শ্রীলঙ্কান ক্রিকেটারের ক্ষুব্ধ বড় ভাই সাকিব আল হাসানকে ‘পাথর ছোড়া’র কথাও বলেছেন।

গত সোমবারের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ঘটে যাওয়া এই নজিরবিহীন ঘটনাটিকে অনেকেই সাকিবের ‘অখেলোয়াড়সুলভ’ আচরণ বলছেন। অনেকেই আবার বলছেন, সাকিব যা করেছেন, আইনের মধ্যে থেকেই করেছেন। তবে সাকিবের আবেদনে ‘টাইমড আউট’ হওয়া ম্যাথুস এ ব্যাপারে সবচেয়ে সোচ্চার। তিনি তো সেদিন ম্যাচ শেষে জানিয়েই দিয়েছেন, এ আউটের ঘটনায় সাকিব ও বাংলাদেশের ব্যাপারে তাঁর শ্রদ্ধার বিন্দু-বিসর্গও আর অবশিষ্ট নেই।

টাইমড আউট হয়ে ম্যাথুস ডাগআউটে ফেরার পর বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। ম্যাথুসের বিপক্ষে টাইমড আউটের আবেদন করা নিয়ে সেদিনই কথা বলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব।

প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে

অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচের আগে আজকের সম্মেলনে এ নিয়ে কথা বলতে হলো কোচ হাথুরুসিংহেকেও। টাইমড আউট নিয়ে ব্যক্তিগত মতামত দিয়েছেন বাংলাদেশের কোচ। তিনি মনে করেন, যেহেতু এটি ক্রিকেটের আইনের পরিপন্থী কিছু নয়, তাই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার পুরোপুরিই আম্পায়ারদের হাতে ছেড়ে দেওয়া উচিত।

নিয়মানুযায়ী একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর ক্রিজে আসা নতুন খেলোয়াড়কে ২ মিনিটের মধ্যে প্রতিপক্ষের বলের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হতে হবে। কিন্তু ম্যাথুস এ ক্ষেত্রে একটু বেশিই সময় নিয়ে ফেলেছিলেন। ম্যাথুস ক্রিজে এসে লক্ষ্য করেন, তাঁর হেলমেটের ফিতা ছিঁড়ে গেছে। তিনি ডাগআউটে হেলমেট চেয়ে পাঠান। দ্বাদশ খেলোয়াড় হেলমেট নিয়ে এলেও সাকিবের আবেদনের ভিত্তিতে ম্যাথুসকে টাইমড আউট ঘোষণা করেন আম্পায়ার।

এ নিয়ে হাথুরুসিংহে বললেন, ‘এ নিয়ে বিতর্ক খুব শিগগিরই থামবে বলে মনে হয় না। আমি মনে করি টাইমড আউটের সিদ্ধান্ত নেওয়ার ভার আম্পায়ারদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। এই আউট ক্রিকেটের আইনের মধ্যেই আছে। আমি চাই এ সিদ্ধান্তটা আম্পায়ারের দিক থেকেই আসুক। তাঁরাই ঘোষণা করুক, কোনো ব্যাটসম্যান টাইমড আউট হয়েছেন কি না!’

আম্পায়ারের সঙ্গে আউট নিয়ে আলাপ করছেন ম্যাথুস

গতকাল নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কা হেরে যাওয়ায় সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে হাথুরু এখনই এটি নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন। তাঁর সব মনোযোগ এ মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ঘিরেই, ‘অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার হারটা আমাদের সম্ভাবনা তৈরি করেছে। তবে আমি বিষয়টা নিয়ে ভাবছি না। আমি ভাবছি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে। অস্ট্রেলিয়াকে হারাতে হলে আমাদের খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। এখন আমাদের সব মনোযোগ সেদিকেই।’