নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি
নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি

সাউদিকে বিশ্বকাপে পেতে কত দিন অপেক্ষা করবে নিউজিল্যান্ড

ভারতে ওয়ানডে বিশ্বকাপ হতে দুই সপ্তাহ, প্রথম ম্যাচেই ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। কিউই পেসার টিম সাউদি খেলতে পারবেন তো?

ডানহাতি এই পেসার গত শুক্রবার লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ডান হাতের বুড়ো আঙুলে চোট পান। স্লিপে জো রুটের ক্যাচ ধরতে গিয়ে তাঁর আঙুলের হাড় স্থানচ্যুত হয়। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ জানিয়েছে, আগামীকাল টিম সাউদির আঙুলে অস্ত্রোপচার করা হবে। এরপরই ঠিক করা হবে সাউদি বিশ্বকাপে খেলতে পারবেন কি না। আগামী সপ্তাহের শুরুর দিকেই এ নিয়ে সিদ্ধান্ত হয়ে যেতে পারে।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড অবশ্য বিশ্বকাপের আগেই ৩৪ বছর বয়সী সাউদির ফিট হয়ে ওঠার আশায় দিন গুনছেন, ‘টিমের অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।’ স্টিড জানিয়েছেন, সাউদির বুড়ো আঙুলে পিন কিংবা স্ক্রু ঢোকানো হবে, ‘তাকে এই প্রক্রিয়ায় (অস্ত্রোপচার) নিয়ে যাওয়াটাও সফলতা। আমরা নিশ্চিত করতে চাই টিম অনুশীলন ও খেলায় ফেরার আগেই যেন ব্যথা সহ্য করে চোট থেকে সেরে উঠতে পারে।’

বিশ্বকাপই এখন শঙ্কায় সাউদির

বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচের বাকি মাত্র দুই সপ্তাহ। গ্যারি স্টিড আশা করছেন, তার আগেই ফিট হয়ে দলে ফিরবেন ৩৪ বছর বয়সী সাউদি এবং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁকে পাওয়া যাবে। নিউজিল্যান্ড টেস্ট দলের অধিনায়ক সাউদি ওয়ানডে সংস্করণের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন স্টিড, ‘টিম খুবই অভিজ্ঞতাসম্পন্ন এবং দলে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশ্বকাপে সে যেন খেলতে পারে, সে জন্য আমরা তাকে সব রকম সুযোগই দিতে চাই।’

ওয়ানডেতে সাউদি নিউজিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। এই সংস্করণে ১৫৭ ম্যাচে ২১৪ উইকেট নিয়েছেন আগের তিনটি বিশ্বকাপ খেলা সাউদি। নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে চার পেসারের মধ্যে তাঁকেও রাখা হয়েছে। বিশ্বকাপ শুরুর আগে ২৯ সেপ্টেম্বর পাকিস্তান এবং আগামী ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।

বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর।