আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এ পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এ পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে

টি–টোয়েন্টিতে বাংলাদেশ–জিম্বাবুয়ে

বাংলাদেশের সবচেয়ে প্রিয় ও সবচেয়ে চেনা প্রতিপক্ষ

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ জিম্বাবুয়ে। বাংলাদেশ সবচেয়ে বেশি হারিয়েছে জিম্বাবুয়েকেই। ১৬ বার মুখোমুখি হয়ে ১১ বার জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ আর কোনো দলকে ৫ বারের বেশি হারাতে পারেনি। ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে বেশি খেলেছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।দেখে নিন বাংলাদেশ ও জিম্বাবুয়ে টি–টোয়েন্টি দ্বৈরথের দলীয় রেকর্ডগুলো—

টি–টোয়েন্টিতে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে কখনো সিরিজ হারেনি। ছয়টি দ্বিপাক্ষিক সিরিজের তিনটি জিতেছে বাংলাদেশ। বাকি তিনটি সিরিজ হয়েছে ড্র।

টি–টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ দলীয় ইনিংস জিম্বাবুয়ের বিপক্ষে। দুদলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ দলীয় ইনিংসের প্রথম দুটি স্থানেই ওই দুই ইনিংস।

সর্বনিম্ন পাঁচটি দলীয় ইনিংসই জিম্বাবুয়ের। বাংলাদেশের সর্বনিম্ন ১৩৫, ২০১৫ সালে মিরপুরে।