বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের একেবারে গোধূলিলগ্নে দাঁড়িয়ে আছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। দেশকে জিতিয়েছেন দুটি বিশ্বকাপসহ তিনটি বৈশ্বিক ট্রফি। আইপিএলেও চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি। জিতিয়েছেন শিরোপাও। অনেক দিন ধরেই তিনি চেন্নাইয়ের দলটির নেতৃত্বে। ধোনি যখন বিদায় নেবেন, তখন চেন্নাইয়ের হাল ধরবেন কে! পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম মনে করেন, চেন্নাই সুপারকিংসে অধিনায়ক হিসেবে ধোনির উত্তরসূরি তৈরি হয়েই আছেন।
ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সেই ২০২০ সালের আগস্টে। গত তিন মৌসুম ধরে তিনি শুধু আইপিএলই খেলছেন। গুঞ্জন আছে, ধোনি হয়তো এই মৌসুম শেষেই ক্রিকেটকে পুরোপুরি বিদায় বলবেন। ওয়াসিম আকরামের মতে, ধোনির পর চেন্নাই সুপার কিংসের উচিত অজিঙ্কা রাহানের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া।
এর ব্যাখ্যাও দিয়েছেন একসময় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং পরামর্শক হিসেবে কাজ করা আকরাম, ‘২০২২ মৌসুমে চেন্নাই সুপার কিংস রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করেছিল। কিন্তু দেখা গেল অধিনায়ক হলে জাদেজার নিজের পারফরম্যান্স ব্যাহত হয়। আমি মনে করি, তারা অজিঙ্কা রাহানের চেয়ে ভালো আর কাউকে পাবে না। রাহানে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে বেশ ধারাবাহিক। আমরা তো দেখছি, বিদেশিদের চেয়ে স্থানীয় ক্রিকেটাররাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি সফল।’
গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে রাহানের ফর্ম উঠা-নামা করছে। বাদ পড়েছেন ভারতীয় দল থেকে। কিন্তু এবারের আইপিএলে তাঁর একটা অসাধারণ রূপান্তর দেখা যাচ্ছে। তাঁকে এবারের আইপিএলে চেন্নাই নিয়েছিল মাত্র ৫০ লাখ রুপির ভিত্তিমূল্যে। কিন্তু তিনি এরই মধ্যে দারুণ খেলে একাদশে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ঘোষিত ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন তিনি।
আইপিএলের চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই নিজেদের পঞ্চম শিরোপার খোঁজে আছে এবার। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্টতালিকার চতুর্থ স্থানে তারা। যদিও গতকাল নিজেদের মাঠে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরেছে চেন্নাই। তবে শিরোপা জয়ের আশা এখনো আছে। ওয়াসিম আকরামও চান ধোনির নেতৃত্বে এবার আইপিএলের শিরোপাটা চেন্নাই পাক।
আকরাম চেন্নাই দলকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো বিদেশি ক্রিকেটারও খুঁজে পাচ্ছেন না, ‘বিদেশি ক্রিকেটার যতজন চেন্নাইয়ে খেলেছেন, তাঁদের নামও তো চেন্নাই সমর্থকেরা মনে করতে পারবেন না। সুতরাং আমি মনে করি ধোনির পর অধিনায়ক হিসেবে রাহানে খুব ভালো একজন বিকল্প হতে পারেন। তবে চেন্নাইয়ের ভিন্ন ভাবনা থাকতে পারে। কিন্তু আমি দেখেছি, তারা এমন একটা ফ্র্যাঞ্চাইজি, যারা সব সিদ্ধান্তই ভেবেচিন্তে নেয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন স্টিভেন ফ্লেমিং। তিনি দলের ভেতর ও বাইরের সংস্কৃতি খুব ভালো বোঝেন আর খেলোয়াড়দেরও তাঁর প্রতি পূর্ণ আস্থা আছে।’