ভারতে পা রাখার আগেই ধাক্কা খেয়েছিল অস্ট্রেলিয়া দল। চোটের কারণে ছিটকে পড়েছিলেন স্পিনার অ্যাশটন অ্যাগার। আর ভারতে পা রাখার পর হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের প্রথম ম্যাচে খেলা হয়ে পড়েছে অনিশ্চিত।
চেন্নাইয়ের চিপকে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ-অভিযান। এর আগে গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার সমর্থকদের আরেকটি দুঃসংবাদ দিলেন দলটির অধিনায়ক প্যাট কামিন্স।
কী সেই দুঃসংবাদ? এবার চোটে পড়েছেন দলে থাকা একমাত্র বিশেষজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা। সাঁতার কাটতে গিয়ে পুলের দেয়ালে মুখমণ্ডলে আঘাত পেয়েছেন তিনি। আজ ভারতের বিপক্ষে তাঁর খেলা নিয়ে কিছুটা হলেও সংশয় আছে।
সংবাদ সম্মেলনে কামিন্স বলেছেন, ‘সে (জাম্পা) পুলের দেয়াল বরাবর সাঁতার কেটে গেছে। সে বলেছে, তার চোখ বন্ধ ছিল এবং ভেবেছিল, সোজাই সাঁতার কাটছে। কিন্তু সে পুলের দেয়ালে গিয়ে ধাক্কা খেয়েছে। সে ভালোই আছে। তবে কিছুটা ব্যথা অনুভব করছে।’
ভারতের বেশির ভাগ উইকেট এমনিতেই স্পিন-সহায়ক। আর চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের উইকেটকে তো স্পিন-স্বর্গই বলা হয়। এমন উইকেটে বিশেষজ্ঞ কোনো স্পিনার নিয়ে নামতে না পারাটা অস্ট্রেলিয়ার জন্য হতাশারই হবে।
এ ছাড়া স্টয়নিসের খেলা নিয়েও আছে সংশয়। যদিও গতকালের সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স তাঁর খেলা বা না–খেলা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি, ‘স্টয়নিসের চোট আছে। সে খেলবে কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।’