মিয়াঁদাদের কথার জবাব দিয়েছেন প্রসাদ
মিয়াঁদাদের কথার জবাব দিয়েছেন প্রসাদ

ভারত তাহলে জাহান্নামে যাক—মিয়াঁদাদের এমন কথার জবাবে যা বললেন প্রসাদ

এবারের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে দল পাঠাবে না ভারত। পাকিস্তানও ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার হুমকি দিয়ে রেখেছে। এ নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের শীতল সম্পর্ক আরও জমাট বাঁধতে শুরু করেছে।

এমন পরিস্থিতির মধ্যেই জাভেদ মিয়াঁদাদ বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, ‘ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে, তাহলে তারা জাহান্নামে যাক।’

পাকিস্তানের কেউ ভারতকে উদ্দেশ্য করে কিছু বলবেন আর ভারতীয়রা চুপ থাকবেন, তা হতেই পারে না। এ ক্ষেত্রেও হয়নি। মিয়াঁদাদের কথার পাল্টা জবাব দিতে টুইটারকে বেছে নিয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ। ভারতের সাবেক পেসার মিয়াঁদাদের কথাগুলো শেয়ার দিয়ে লিখেছেন, ‘কিন্তু ওরা তো জাহান্নামে যেতে অস্বীকৃতি জানাচ্ছে।’

ভারত জাহান্নামে যেতে অস্বীকৃতি জানাচ্ছে—এই টুইট দিয়ে কী বোঝাতে চেয়েছেন প্রসাদ, এমন প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সর্বশেষ সভায় এশিয়া কাপের ভেন্যু বদল নিয়ে কথা হয়েছে। পাকিস্তানের বদলে সম্ভাব্য ভেন্যু হিসেবে এসেছে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার নাম। এ ছাড়া আরও একটি বিকল্প ভাবনাও উঠে এসেছে সেই সভায়। এশিয়া কাপ পাকিস্তানেই হতে পারে। তবে ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতে। ভারত–পাকিস্তান ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটাও হবে সেখানে। পাকিস্তান এসব প্রস্তাব মেনে নিচ্ছে না বলেই হয়তো প্রসাদ অমন টুইট করেছেন!

টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ভারতের হয়ে ২৯২ উইকেট নিয়েছেন প্রসাদ। খেলোয়াড়ি জীবনে তিনি একবারই মিয়াঁদাদের মুখোমুখি হয়েছিলেন। বেঙ্গালুরুতে ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। নিজের জন্মশহরে সেদিন জয় নিয়ে মাঠে ছেড়েছেন প্রসাদই। এবার কথার লড়াইয়ে কে জেতেন, এখন সেটাই দেখার অপেক্ষা।

বাহরাইনে এসিসির সভায় ক্রিকেট বোর্ডগুলোর প্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তরা

বাহরাইনে গত শনিবার অনুষ্ঠিত হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। সে সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠিকে বিকল্প ভেন্যুতে খেলার প্রস্তাব দেন। সম্ভাব্য ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম শোনা যাচ্ছে। সবকিছু চূড়ান্ত হবে মার্চে এসিসির পরবর্তী সভায়।