গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের সাবলীল ব্যাটিংটা করতে পারছেন না লিটন দাস। সর্বশেষ ১৮ ওভারের ম্যাচে করেছিলেন ২০ বলে ২১ রান। গতকাল টুর্নামেন্টে নিজেদের সর্বশেষ ম্যাচে স্ট্রাইক রেট কমল আরও। ৩০ বলে ২৫ রান করে আউট হয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। লিটনের এই মন্থর ইনিংস অবশ্য দলের হারের কারণ হয়নি।
মিসিসাউগা প্যান্থারসের বিপক্ষে লিটনের সারে জাগুয়ার্সের জয় ৫৫ রানে। এই নিয়ে টুর্নামেন্টে টানা দুই ম্যাচ জিতেছে লিটনের দল। ৪ ম্যাচে ২ জয়, ১ হারে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে তারা।
টসে হেরে ব্যাট করতে নেমে সারে জাগুয়ার্সের দুই ওপেনার যতিন্দর সিং ও অ্যালেক্স হেলস ৬০ রানের জুটি গড়েন। ৩৯ রান করে হেলস আউট হওয়ার পর ক্রিজে আসেন লিটন। এরপর ওপেনার যতিন্দরের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন। ইনিংসের শুরু থেকেই টি-টোয়েন্টি সুলভ ব্যাটিংটা করতে পারেননি লিটন।
পুরো ইনিংসেই বলের চেয়ে রান কম ছিল তাঁর। শেষমেশ ১ ছক্কা ও ১ চারে ২৫ করা লিটন ক্যামেরন ডেলপোর্টের বলে ক্যাচ তুলে আউট হন। যতিন্দর করেন ৪৫ বলে ৫৭ রান। শেষ দিকের ব্যাটসম্যানরা সবাই দ্রুত ফিরে গেলে ১৬৪ রানেই থামে সারে জাগুয়ার্স।
জবাবে শোয়েব মালিকের মিসিসাউগা প্যান্থারস শুরু থেকেই কিছুটা কোণঠাসা ছিল। মালিক-ক্রিস গেইলরা গুটিয়ে গেছে মাত্র ১০৯ রানে। সারে জাগুয়ার্সের দুই বোলার স্পেনসার জনসন ও সন্দীপ লামিচানে নিয়েছেন ৩ উইকেট।
গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলা বাংলাদেশের আরেক প্রতিনিধি সাকিব আল হাসান এই টুর্নামেন্টে ভালোই করছেন। গত ম্যাচেও ব্যাট হাতে ২৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১ উইকেট। ৪ ম্যাচে ৩ জয় নিয়ে সাকিবের দলের অবস্থান ২ নম্বরে।