২০২২ সালের পর আবার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ফিরিয়েছে ভারত
২০২২ সালের পর আবার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ফিরিয়েছে ভারত

ডি ভিলিয়ার্স: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে ভারতের রোহিত-কোহলিকে লাগবে

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে সেরা দলেরই খেলা উচিত এবং তাতে রোহিত শর্মা ও বিরাট কোহলির অন্তর্ভুক্তি মোটেও বিস্ময়কর নয় বলে মন্তব্য করেছেন এবি ডি ভিলিয়ার্স। তাঁদের ফিরিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেও মনে করেন তিনি।

ভারতের তিন সংস্করণেরই অধিনায়ক রোহিত ও সাবেক অধিনায়ক কোহলি টি-টোয়েন্টি দলে ফিরেছেন এক বছরেরও বেশি সময় পর। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দলে আছেন তাঁরা, যেটি শুরু হয়েছে গতকাল। ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালের পর এই প্রথম ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছেন তাঁরা। কোহলি ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচ খেলেননি, রোহিত ইনিংসের দ্বিতীয় বলে কোনো রান না করে হয়েছেন রানআউট

তবে এ দুজনের দলে ফেরাটা স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে। টি-টোয়েন্টিতে তাঁদের খেলার ধরন, ভূমিকা—সব মিলিয়ে দুজনের বা যেকোনো একজনেরও এ সংস্করণে ভারত দলে থাকার দরকার কি না, আছে এমন আলোচনাও। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপের আগে এটিই ভারতের একমাত্র টি-টোয়েন্টি সিরিজ। ফলে সেখানে রোহিত ও কোহলিকে নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট পরিষ্কার বার্তাই দিয়েছে—দুজনই তাদের বিশ্বকাপ পরিকল্পনায় আছেন।

বিশ্বকাপে মাঠে বসে বিরাট কোহলির ৪৯তম শতক দেখেছিলেন এবি ডি ভিলিয়ার্স। কোহলিকে অভিনন্দন জানাতে মাঠে নেমে আসেন প্রোটিয়া কিংবদন্তি

সেটি নিয়ে আলোচনা থাকলেও সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডি ভিলিয়ার্স মনে করেন, এটিই সঠিক সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার লিগ এসএটোয়েন্টিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমি বিরাট ও রোহিতের জন্য অনেক খুশি। তাদের দলে আসাতে বিস্মিত হইনি। কারণ, বিশ্বকাপ জিততে আপনি সেরা দলটিই চাইবেন।’

তবে কেন সমালোচনা, ডি ভিলিয়ার্স সেটিও বুঝতে পারেন বলে জানিয়েছেন, ‘আমি বুঝতে পারি সমালোচনার ব্যাপারটি, কারণ, কয়েকজন তরুণ এতে করে জায়গা হারাবে।’

এদিকে নিজের ইউটিউব চ্যানেলেও প্রায় একই ধরনের কথা বলেছেন ডি ভিলিয়ার্স। কোহলির দলে ফেরা প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমার মনে হয় ভারতের সঠিক সিদ্ধান্ত। বিশ্বকাপ জিততে গেলে সেরা খেলোয়াড়দেরই লাগবে। যদি কোহলি যথেষ্ট ঠিক থাকে, তাহলে তার খেলতে হবে। সে একটু বয়স হয়েছে বলে ক্যারিয়ার একটু দেখেশুনে সামলাচ্ছে কি না, তাতে কিছু যায়-আসে না। তবে ২০ বছর বয়সীদের বুঝতে হবে, রোহিত ও কোহলির মতো কিংবদন্তির খেলা উচিত বিশ্বকাপ জিততে গেলে।’

২০১৩ সালের পর থেকে আইসিসির কোনো বৈশ্বিক ট্রফির শিরোপা জিততে ব্যর্থ হয়েছে ভারত। সর্বশেষ ৫০ ওভারের বিশ্বকাপে দেশের মাটিতে ফাইনালে তারা হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। এবার আরেকটি ২০ ওভারের বিশ্বকাপের আগে এ দুজনের এভাবে ফেরাতে আপত্তির কিছু দেখেন না ডি ভিলিয়ার্স।

ক্যারিয়ারের শেষ ভাগে তাঁর সঙ্গে এমন হয়নি বলেও আফসোস করেছেন ডি ভিলিয়ার্স। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ডি ভিলিয়ার্স ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আফ্রিকা দলে ফিরবেন, এমন আলোচনা উঠেছিল। শেষ পর্যন্ত অবশ্য সেটি হয়নি।