বৃষ্টির আগে ঝলক দেখান সূর্যকুমার
বৃষ্টির আগে ঝলক দেখান সূর্যকুমার

গিল-সূর্যকুমারের ঝলকের পর বৃষ্টি

টানা দ্বিতীয় ফিফটির পথে এগোচ্ছিলেন শুবমান গিল, ঝলক দেখাচ্ছিলেন সূর্যকুমার যাদব। তবে হ্যামিল্টনের বৃষ্টি জল ঢেলে দিল সব রোমাঞ্চে। সেডন পার্কে বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডেতে খেলা হতে পেরেছে ১২.৫ ওভার। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েই থাকল স্বাগতিক নিউজিল্যান্ড।

বৃষ্টির কারণে টস পিছিয়ে যায় শুরুতে, সেটিতে জিতে ফিল্ডিং নেয় নিউজিল্যান্ড। সঞ্জু স্যামসনের জায়গায় বাড়তি বোলিং অপশন হিসেবে দীপক হুদাকে খেলায় ভারত, শার্দুল ঠাকুরের জায়গায় খেলানো হয় দীপক চাহারকে।

শিখর ধাওয়ান ও গিলের ওপেনিং জুটি ৪.৫ ওভার খেলার পর আবার নামে বৃষ্টি। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আবার শুরু হলে খেলা নেমে আসে ২৯ ওভারে।

বৃষ্টিতে ভেসে গেছে দ্বিতীয় ওয়ানডে

খেলা শুরুর ২ বল পরই ম্যাট হেনরির বলে মিড অনে লকি ফার্গুসনের হাতে ক্যাচ দেন ১০ বলে ৩ রান করা ধাওয়ান। অষ্টম ওভারের তৃতীয় বলে হেনরিকে ছক্কা মারেন গিল, এরপর প্রতি ওভারেই এসেছে বাউন্ডারি। বৃষ্টি এসে আবার খেলা বন্ধ করে দেওয়ার আগে ৫.৫ ওভারে ভারত তোলে ৫৫ রান।

৪২ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৫ রানে অপরাজিত থাকেন গিল। সূর্যকুমার ২৫ বলে ৩৪ রান করেন ২ চার ও ৩ ছক্কায়। মিচেল স্যান্টনারকে স্লগ সুইপের পর মাইকেল ব্রেসওয়েলকে রিভার্স সুইপ করে মারেন আরেকটি ছয়, শেষটি মারেন ফার্গুসনকে মিডউইকেট দিয়ে।

কমপক্ষে ২০ ওভার খেলা হতে স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটের মধ্যে আবার খেলা শুরু করতে হতো। তবে আটটার কিছুক্ষণ পরই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এর আগে প্রথম ম্যাচে টম ল্যাথামের ১০৪ বলে ১৪৫ ও কেইন উইলিয়ামসনের ৯৮ বলে ৯৪ রানের দুটি অপরাজিত ইনিংসে ভারতের ৩০৬ রান টপকে গিয়েছিল নিউজিল্যান্ড। ল্যাথাম ও উইলিয়ামসন চতুর্থ উইকেটে গড়েছিলেন রেকর্ড জুটি।

সিরিজের শেষ ম্যাচ ৩০ নভেম্বর, ক্রাইস্টচার্চে। নিউজিল্যান্ড সফরের পর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।

এ ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর আইসিসি বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে থাকা ভারত (১৩৪) দুইয়ে থাকা ইংল্যান্ডের (১২৫) সঙ্গে ব্যবধান বাড়াল আরেকটু। সুপার লিগে বাংলাদেশ আছে ৫ নম্বরে, ১৮ ম্যাচে তামিম ইকবালের দলের পয়েন্ট ১২০।