নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে আফগানিস্তান
নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে আফগানিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়কে আফগানিস্তানের ‘অন্যতম সেরা’ বললেন রশিদ খান

বিশ্বকাপ শুরুর আগে এক সাক্ষাৎকারে রশিদ খান বলেছিলেন, একটু শান্ত থাকলে যেকোনো দলকে হারাতে পারে আফগানিস্তান। সেটি যে কেবল কথার কথা ছিল না, আজ বিশ্বকাপ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তা প্রমাণ করেছে আফগানরা।

কঠিন উইকেটে ধৈর্য ধরে রেখে ব্যাটিং করেছে তারা। এরপর বোলিংয়ে নিজেদের সেরাটা উপহার দিয়ে কিউইদের রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে রশিদ খানের দল। ম্যাচ শেষে দারুণ এ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফগান অধিনায়ক রশিদ। বলেছেন, এটি টি–টোয়েন্টি ইতিহাসে নিজেদের সেরা পারফরম্যান্সগুলোর একটি।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রহমানুল্লাহ গুরবাজের ৫৬ বলে ৮০ রানের ইনিংসে ৬ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ফজলহক ফারুকি ও অধনিয়াক রশিদ ৪ উইকেট করে নিয়ে ধসিয়ে দেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। এ দিন মাত্র ৭৫ রানে গুটিয়ে যায় কেইন উইলিয়ামসনের দল। এ নিয়ে টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে এক শর নিচেই গুটিয়ে দিল আফগান বোলাররা। নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে ৫৮ রানে অলআউট করে দিয়েছিল আফগানরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের নজরকাড়া পারফরম্যান্স নিয়ে রশিদ বলেছেন, ‘টি–টোয়েন্টি ক্রিকেটে এটা আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি। দারুণ দলীয় প্রচেষ্টা। উইকেট মোটেই সহজ ছিল না। ইব্রাহিম এবং গুরবাজ দারুণভাবে শুরু করেছিল। ৭–১০ ওভারের মধ্যে তারা নিজেদের উইকেট ছুড়ে আসেনি। আফগানিস্তানের জন্য দারুণ একটি জয়। এই দলের নেতৃত্ব দেওয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জেতাটা সম্মানের ব্যাপার।’

হেরে হতাশ নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন

নিজের বোলিং শক্তি নিয়ে রশিদ আরও বলেছেন, ‘আমাদের যে বোলিং ইউনিট আছে, যদি আমরা তার সঠিক ব্যবহার করতে পারি, তবে প্রতিপক্ষের জন্য ১৬০ রান করা কঠিন হবে। এটা এমন কিছু, যা আমাদের সবাইকে শক্তি দিয়েছে। এটা শুরু হয়েছে ব্যাটিং দিয়ে। আমরা নিজেদের শতভাগ উজাড় করে দিয়েছি, হারা কিংবা জেতা কোনো ব্যাপার না। আমরা এভাবেই প্রস্তুতি নিয়েছি।’

ফল নিয়ে না ভেবে নিজেদের কাজটাই ঠিকঠাক করে যেতে চান রশিদ, ‘ফল নিয়ে আমি ভাবি না। ব্যাপার হলো আমরা কতটা চেষ্টা করেছি, সেটা। আমি উইকেট নিয়েও ভাবি না, দলের মধ্যে যে প্রাণশক্তি আছে, সেটাই আমাকে আনন্দিত করে।’
ম্যাচে দারুণ বল করা ফারুকিকে প্রশংসায় ভাসিয়ে আফগান অধিনায়ক বলেছেন, ‘ফারুকি যেভাবে বল করেছে, তা অসাধারণ। সে দারুণ দক্ষতাসম্পন্ন বোলার। কিছু জায়গায় উন্নতির ব্যাপার আছে কিন্তু একবার যদি বুঝতে পারে যে সে কতটা দক্ষতাসম্পন্ন তবে ফারুকি আরও বিপজ্জনক হয়ে উঠবে।’

ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়মাসন, ‘আফগানিস্তানকে অভিনন্দন। তারা সব দিক থেকেই আমাদের উড়িয়ে দিয়েছে। এ ধরনের কঠিন উইকেটে তারা উইকেট হাতে রেখেছে এবং দারুণভাবে ব্যাটিং করেছে। আমাদের দিক থেকে মোটেই যথেষ্ট ছিল না।’

তবে এই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন উইলিয়ামসন, ‘দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে পরের চ্যালেঞ্জের জন্য মনোযোগ দিতে হবে। ছেলেরা মনোযোগী আছে এবং এ ম্যাচের আমরা কঠিন পরিশ্রম করেছিলাম, তবে এটা আমাদের সেরা পারফরম্যান্স ছিল না। আমরা ম্যাচটা নিয়ে কথা বলব, পর্যালোচনা করব এবং সামনের দিকে তাকাব।’