বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের যন্ত্রণার ক্ষত এখনো দগদগে। এর মধ্য যদি অস্ট্রেলিয়ার কোনো কিংবদন্তি, যিনি আবার ভারতের ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের সঙ্গে যুক্ত, যদি বিসিসিআইকে ‘ক্রিকেট মাফিয়া’ বলে উল্লেখ করেন, কেমন লাগবে ভারতীয় সমর্থকদের!
স্বাভাবিকভাবেই ক্রিকেট পাগল দেশটির মানুষের তেলেবেগুনে জ্বলে ওঠার কথা। হয়েছেও সেটাই। একটি ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) আইডি থেকে টুইট করা হয়েছিল যে, পন্টিং ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ‘ক্রিকেট মাফিয়া’ বলেছেন।
টুইটটি করা হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে ভারতের বিশ্বকাপ হারের পরের দিন। মানে, ২০ নভেম্বর। টুইটে লেখা হয়, ‘রিকি পন্টিং ফক্স স্পোর্টসকে বলেছেন: ক্রিকেট মাফিয়ার বিপক্ষে এটা ন্যায়ের জয়। আপনার অর্থ আর শক্তিও আপনাতে বিশ্বকাপ জেতাতে পারবে না। কী বিব্রতকর!’
টুইটটি এখন পর্যন্ত ১০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এতে মন্তব্য করা হয়েছে ৭০০–এরও বেশি। বলাই বাহুল্য যে বেশির ভাগ মন্তব্যতেই পন্টিংকে ধুয়ে দিয়েছে ভারতের ক্রিকেটপ্রেমীরা।
কিন্তু বাস্তবতা হচ্ছে অমন কথা কোনো টেলিভিশন চ্যানেলে পন্টিং বলেনইনি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে কাজ করা পন্টিংয়ের বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক সব সময়ই ভালো ছিল। আর এমনিতেও পন্টিং এসব আজেবাজে মন্তব্য করার মানুষ নন।